Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

নিষিদ্ধ থার্মোকলবাহী গাড়ি ভস্মীভূত, তদন্ত

পুড়ে গিয়েছে গাড়ি। মেদিনীপুরের বিবিগঞ্জে। — নিজস্ব চিত্র।

পুড়ে গিয়েছে গাড়ি। মেদিনীপুরের বিবিগঞ্জে। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০০:৫৯
Share: Save:

থার্মোকলবাহী গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটল মেদিনীপুর শহরে। শনিবার গভীর রাতে শহরের বিবিগঞ্জ এলাকার ঘটনা। খবর পেয়ে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর প্রশ্ন উঠছে, পুরসভা প্লাস্টিক ও থার্মোকল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারপরেও গোপনে একাংশ ব্যবসায়ী থার্মোকল মজুত করছেন বলে অভিযোগ। গোপনে তা ব্যবহারও চলছে।

তাই বিষয়টি হাল্কা ভাবে নিতে রাজি নন পুর-কর্তৃপক্ষও। পুরসভার উপ পুরপ্রধান জিতেন্দ্রনাথ দাসের কথায়, “এই ধরনের ঘটনা প্রমাণ করে দিল শহরে এখনও কিছু অসাধু ব্যবসায়ী রাতের অন্ধকারে গোপনে প্লাস্টিক, থার্মোকল মজুত করছেন। কারা এই কাজ করছেন, তা দ্রুত তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই আইনানুগ পদক্ষেপ করা হবে।”

কিছুদিন আগেই পুরসভা প্লাস্টিকের কাপ, পলিথিন, থার্মোকল ব্যবহার নিষিদ্ধ করেছিল। জানানো হয়েছিল, পুরসভা এলাকায় কোনও বিয়ে বাড়িতে কেউ প্লাস্টিক বা থার্মোকলের কোনও জিনিস ব্যবহার করতে পারবেন না, এমনকী দোকানেও এ গুলি কেউ মজুত করতে পারবে না। হোটেল মালিকদের ডেকেও তা জানিয়ে দিয়েছিল পুরসভা। বেশ কয়েকটি বাজারে তল্লাশি অভিযান চালায় পুরসভা। লুকিয়ে প্লাস্টিক ব্যবহার করায় জরিমানাও করা হয়।

এ দিন রাতে বিবিগঞ্জে থার্মোকল বোঝাই গাড়িতে কোনও ভাবে আগুন লেগে যায়। যদিও কী ভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। উপ-পুরপ্রধান বলেন, “শহরকে জতগৃহ হতে দেব না। যদি গুদামে এমন জিনিস ঘটত, তাহলে তো ঘিঞ্জি শহরে বিপদ বাড়ত! এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আবার তল্লাশিও শুরু হবে।”

আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য দিকে কারা বেআইনিভাবে পুরসভার নির্দেশ অমান্য করে থার্মোকল মজুত করছে সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুরসভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Polystyrene-Vehicle Fire Car Burnt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE