শেষ রবিবারের কেনাকাটা। পার্থপ্রতিম দাসের তোলার ছবি।
‘প্রেম রতন ধন পাও’, ‘বাজিরাও মস্তানি’র সাথে এ বার পুজোয় পাল্লা দিচ্ছে পালাজো আর কুর্তি। পুজোর আগে শেষ রবিবার সেই পালাজো কেনারই হুড়োহুড়ি তমলুকের বাজারে।
পুজোর নতুন জামা কিনতে তমলুক ছাড়াও রাধামনি, মেচেদা, কোলাঘাট, পাঁশকুড়া, নন্দকুমার, মহিষাদল, চণ্ডীপুর, ভগবানপুর, এগরা শহরের বাজারে ভিড় জমাচ্ছে সপরিবারে। তরুণী-তরুণীদের পছন্দের তালিকায় উঠে আসছে রকমারি ফ্যাশনের জামা, প্যান্ট থেকে সালোয়ার, কুর্তি। তমলুক শহরের বিভিন্ন দোকানে ঘুরে জানা গিয়েছে এ বার পুজোয় হিট পালাজো-কুর্তা।
শহরের হাসপাতাল মোড়ের বস্ত্র বিক্রেতা হিরণময় ঘোড়ই বলেন, ‘‘জার্মান কটন সুতো দিয়ে তৈরি পালাজো প্যান্ট এবং কুর্তি এ বার বাজারে নতুন। তবে চাহিদা রয়েছে ‘প্রেম রতন ধন পাও’ এবং ‘বাজিরাও মাস্তানি’ সালওয়ারেরও। ব্যবসায়ীরা জানান, পালাজো-কুর্তির দাম ৪০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত। আর ‘প্রেম রতন ধন পাও’, বাজিরাও মাস্তানি’-র দাম ১৮০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। নন্দকুমারের খঞ্চি থেকে আসা কলেজ পড়ুয়া অনুসূয়া মাইতি বলেন, ‘‘গত পুজোয় সালোয়ার-কুর্তি কিনে নিয়ে গিয়েছিলাম। তবে এ বার পালাজো-কুর্তি কিনব।’’
মেয়েদের পছন্দের তালিকায় যেমন পালাজো হিট, ছেলেদের পছন্দের তালিকায় শীর্ষে অ্যাডজাস্টমেন্ট শার্ট। সুতির সাথে টেরিকটনের মিশ্রনে তৈরি ফুলহাতা এই জামা কিনছেন স্কুল-কলেজ পড়ুয়ারা। নতুন এই জামার সাথে ফেডেড জিনসের প্যান্ট কেনার আগ্রহ বেশী বলে জানালেন তমলুক শহরের বস্ত্র বিক্রেতা সানাউল্লাহ খান। তিনি বলেন, ‘‘সুতি ও টেরি কটনের মিশ্রনে তৈরি এই ফুলহাতা জামা হাল্কা এবং বিভিন্ন রঙের। দাম ৪০০ থেকে ৮০০ টাকার মধ্যে।’’
এ দিন শহরে আসা তমলুকের শ্রীরামপুর গ্রামের যুবক বিপ্লব দাস বলেন, ‘‘অন্যান্য কয়েক বছরের মত পুজোয় জিনস প্যান্ট, টি-শার্ট কিনেছি। তবে এ বার নতুন ফ্যাশনের জামা কিনতে এসেছি।’’
ছোটরাও ফ্যাশনে পিছিয়ে নেই। তাদের জন্য হিট জ্যাকেট-শার্ট। লিনেনের সুতোর জামার সাথে পিওর সুতির জ্যাকেট এবং প্যান্ট মিলিয়ে এই পোশাক বেশ নজর কেড়েছে। বস্ত্র ব্যবসায়ীরা জানান, ছ’মাসের শিশু থেকে ১৩ বছরের কিশোরদের জন্য এ বার জ্যাকেট-শার্ট কেনার আগ্রহ আছে। দাম ৮০০ থেকে ১১৫০ টাকা।
পুজোর আর কয়েক দিন বাকি। তবুও বাজারে ক্রেতাদের ভিড় গত বছরের তুলনায় কম বলে জানান তমলুক শহরের বস্ত্র ব্যবসায়ীরা। তবে শহরের বস্ত্র ব্যবসায়ীদের আশা, পুজোর শুরু কয়েক দিন আগে পর্যন্ত কেনাকাটা ভালই হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy