Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

অবাধে বাজল ডিজে, শব্দের তাণ্ডবে ধৃত ১

মঙ্গলবার, বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকেই তারস্বরে বক্স এবং মাইক বাজানো শুরু করে বাবুলাল। প্রচণ্ড আওয়াজে অতিষ্ঠ হয়ে বাসিন্দারা সুতাহাটা থানায় এ ব্যাপারে অভিযোগ করেন।

বিশ্বকর্মা পুজোর মণ্ডপে বাজছে ডিজে। বুধবার হলদিয়ার দেভোগে।

বিশ্বকর্মা পুজোর মণ্ডপে বাজছে ডিজে। বুধবার হলদিয়ার দেভোগে।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া ও তমলুক শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ০০:০১
Share: Save:

শিল্পাঞ্চলে বিশ্বকর্মা পুজোয় শব্দ দৈত্যের নিয়ন্ত্রণে পুলিশের তরফে প্রতার, সতর্কতা ছিলই। গত কয়েক বছরে বিশ্বকর্মা পুজোর সময় ডিজের দাপট নিয়ে ভুরি ভুরি অভিযোগের প্রেক্ষিতে এ বার শব্দ দানবের দৌরাত্ম্য কমাতে আগে থেকেই সতর্ক পুলিশ-প্রশাসন। কিন্তু তার পরেও আটকানো গেল না সেই দৌরাত্ম্য। পুলিশি নির্দেশিকা অমান্য করে পুজোয় নির্দিষ্ট মাত্রা চেয়ে অনেক বেশি জোরে বক্স বাজানোর অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বাবুলাল দাস (৪৫)। চৈতন্যপুর-ব্রজলালচক সড়কের পাশে বাড়বাসুদেবপুর এলাকায় একটি গ্রিল কারখানা রয়েছে অনন্ত দাসের। সেখানে প্রতি বছরের মতো এবছরও বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল। অভিযোগ, মঙ্গলবার, বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকেই তারস্বরে বক্স এবং মাইক বাজানো শুরু করে বাবুলাল। প্রচণ্ড আওয়াজে অতিষ্ঠ হয়ে বাসিন্দারা সুতাহাটা থানায় এ ব্যাপারে অভিযোগ করেন। এর পর বাবুলালকে শব্দের মাত্রা কমাতে বললেও সে তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ। মঙ্গলবার রাতেই অভিযুক্ত বাবুলালকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবারই হলদিয়া পুলিশের তরফে প্রকাশিত হয়েছে পুজোর গাইডলাইনস। সেখানে নির্দেশাবলীতে নির্ধারিত শব্দমাত্রা ছাড়া মাইক বা বক্স বাজানো যাবে না বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। ডিজে বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে হলদিয়া পুলিশের পক্ষ থেকে। কিন্তু সে সব নির্দেশ অমান্য করেই অভিযুক্ত এবং তার সহযোগীরা প্রচণ্ড জোরে বক্স-মাইক বাজাচ্ছিল বলে অভিযোগ।

বিশ্বকর্মা পুজোয় মাইক-বক্সের দাপট চলেছে তমলুক শহর ও মেচেদা বাজারেও। এ দিন সকাল থেকেই তমলুক শহরের নিমতলা মোড়, গঞ্জনারায়ণপুর ও তালপুকুর এলাকায় ও মেচেদাবাজারে একাধিক পুজোমণ্ডপে প্রবল শব্দে মাইক-সাউন্ডবক্স বাজানোর অভিযোগ ওঠে। তমলুকের নিমতলামোড়ে তৃণমূল প্রভাবিত আইএনটিটিইউসির উদ্যোগে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। সেখানে তারস্বরে মাইক বাজানোর অভিযোগ ওঠে। এদিন পুজোর উদ্বোধন করেন কাউন্সিলর তথা তমলুক শহর তৃণমূল কার্যকরী সভাপতি পৃথ্বীশ নন্দী। তিনি বলেন, ‘‘সকাল ১০ টা নাগাদ যখন পুজোর উদ্বোধনে গিয়েছিলাম তখন আস্তে মাইক-সাউন্ডবক্স বেজেছিল। পরে জোরে বাজানো হয়েছে হচ্ছে কিনা খোঁজ নিচ্ছি।’’ যদিও তমলুক থানার পুলিশের দাবি, এদিন পুজোমণ্ডপে জোরে মাইক-সাউন্ডবক্স বাজানো ঠেকাতে সকাল থেকেই টহলদারি শুরু হয়। জোরে মাইক-সাউন্ডবক্স বাজানোর ঘটনা নজরে আসেনি।

অন্য বিষয়গুলি:

Sound Pollution DJ Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy