Advertisement
৩০ অক্টোবর ২০২৪

মাথায় আঘাত করে ছিনতাই

মোটর বাইকে চড়ে এসে অন্য বাইক আরোহী প্রৌঢ়ার মাথায় আঘাত করে ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘাটাল শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের কাছে দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:২১
Share: Save:

মোটর বাইকে চড়ে এসে অন্য বাইক আরোহী প্রৌঢ়ার মাথায় আঘাত করে ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘাটাল শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের কাছে দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ঘাটাল থানার বলরামগড়ের বাসিন্দা অর্চনা পাত্র কুশপাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্ক থেকে দু’লক্ষ এগারো হাজার টাকা তোলেন। তারপর ছেলে সন্তুর সঙ্গে মোটর বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। কৃষ্ণনগরের কাছে যানজটে দাঁড়িয়ে পড়েছিলেন তাঁরা। সে সময় মোটর বাইকে চড়ে আসা দুই দুষ্কৃতী অর্চনাদেবীর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে ব্যাগ নিয়ে চম্পট দেয়। মাথায় আঘাত লেগে বাইক থেকে পড়ে যান তিনি। স্থানীয়রাই উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভর্তি করান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। তবে গোটা ঘটনায় হতভম্ব অর্চনাদেবীর ছেলে সন্তু পাত্র পুলিশের কাছে প্রায় কিছুই বলতে পারেননি। এমনকী বিষয়টি তিনি জানার আগেই তাঁর মা পড়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন। ফলে দুষ্কৃতীদের দেখতে পাননি। এ দিন হাসপাতালে অর্চনাদেবী বলেন, “ওই ব্যাগে টাকা এবং জরুরি কিছু কাগজপত্র ছিল। কিন্তু এমন যে হতে পারে ভাবতেই পারিনি। মনে হয় ব্যাঙ্ক থেকেই কেউ নজর রাখছিল আমাদের উপর।” স্থানীয়রা জানিয়েছেন, বাইক আরোহী ওই দুই দুষ্কৃতী মাথায় হেলমেট পরে ছিল। ফলে চেনা যায়নি।

সন্ধ্যা পর্যন্ত পুলিশের কাছে লিখিত কোনও অভিযোগ দায়ের করেননি অর্চনাদেবী বা তাঁর পরিবার। তবে পুলিশের তরফে মামলা শুরু হয়েছে। ছিনতাইয়ে অভিযুক্ত দুষ্কৃতীদের তালিকা বানিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্য বিষয়গুলি:

Miscreants Snatch
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE