মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র
লোকসভা ভোটের আগে গত বছর এসেছিলেন। জেতার পরে এ বারও বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর দফতরের চূড়ান্ত সূচি মেলেনি। তবে নবান্নের এক সূত্রের খবর, ৯ অগস্ট বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠান এ বছরও ঝাড়গ্রাম স্টেডিয়ামে হবে। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে নানা প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী। জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলছেন, ‘‘মুখ্যমন্ত্রী বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে আসবেন। প্রশাসনিকস্তর থেকে এখনও সূচি চূড়ান্ত হয়নি।’’
প্রশাসন সূত্রের খবর, ৮ অগস্ট ঝাড়গ্রামে আসতে পারেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে রাতে থাকবেন। তার ৯ অগস্ট বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। সূত্রের খবর, বিভিন্ন জনজাতি সংগঠনের প্রতিনিধিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে। গত বছর বিশ্ব আদিবাসী দিবসের আগের দিন ঝাড়গ্রামে বিভিন্ন জনজাতি এবং কুড়মি সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। এ বার অবশ্য তেমন সম্ভাবনার কথা শোনা যায়নি।
সম্প্রতি আদিবাসী নেগাচারী কুড়মি সমাজ আদিবাসী কুড়মি সমাজের সঙ্গে মিশে গিয়েছে। বিষয়টি নজরে রেখেছে নবান্ন। কারণ, কুড়মিদের জাতিসত্তার দাবিতে ২০ সেপ্টেম্বর রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে অজিতপ্রসাদ মাহাতোর নেতৃত্বাধীন আদিবাসী কুড়মি সমাজ। লোকসভা ভোটের আগে কুড়মিদের নিয়ে রাজ্যের তরফে সমীক্ষার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের ইস্তাহারেও কুড়মিদের জাতিসত্তার দাবি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়। তবে লোকসভা ভোটে আদিবাসী কুড়মি সমাজ ও সাবেক নেগাচারীরা ঝাড়গ্রাম আসনে পৃথক প্রার্থী দিলেও দু’জনেরই জামানত জব্দ হয়। ফলে, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কুড়মিদের বিষয়ে মুখ্যমন্ত্রী কী অবস্থান নেন, তা জরুরি।
জনজাতি সাঁওতালদের দু’টি সামাজিক সংগঠনের কার্যপন্থাও নজরে রয়েছে নবান্নের। নিত্যানন্দ হেমব্রম প্রতিষ্ঠিত ভারত জাকাত মাঝি পারগানা মহলের ‘দিশম পারগানা’ সর্বোচ্চ পদে এখন রয়েছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক রবিন টুডু। পারগানা মহলের বাদল কিস্কু গোষ্ঠীও নানা দাবিতে প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে। এমন আবহে জনজাতি সাঁওতালদের নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তার দিকেও নজর থাকবে।
এ বার বিজেপির হাত থেকে ঝাড়গ্রাম লোকসভা ‘পুনরুদ্ধার’ করেছে তৃণমূল। বিপুল ভোটে জিতে সাংসদ কালীপদ সরেন ইতিমধ্যে লোকসভায় জঙ্গলমহলের রেলের দাবি নিয়ে সরব হয়েছেন। জয়ের পুরস্কার স্বরূপ ঝাড়গ্রামের জন্য মুখ্যমন্ত্রী নানা নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন বলে আশাবাদী জেলা তৃণমূল। ৯ অগস্টের অনুষ্ঠান সরকারি হলেও আজ, বুধবার ঝাড়গ্রাম শহরে তার প্রস্তুতি সভা করবেন জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলছেন, ‘‘বিশ্ব আদিবাসী দিবসে মুখ্যমন্ত্রী আসবেন। সরকারি অনুষ্ঠান হলেও লোকজন যাতে সুষ্ঠুভাবে সেখানে যোগ দিতে পারেন, তাই প্রস্তুতিসভা ডাকা হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy