Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
Nandigram

নন্দীগ্রাম তৃণমূলে ফের সক্রিয় সুফিয়ান-তাহের

নন্দীগ্রামের ভাঙাবেড়ায় মঙ্গলবার তৃণমূলের উদ্যোগে ‘শহিদ স্মরণ’ হয়। মঞ্চে ছিলেন নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তাহের। তার আগে মিছিলেও হাঁটেন তিনি।

নন্দীগ্রামে শহীদ স্মরণ কর্মসূচিতে প্রাক্তন মন্ত্রী অখিল গিরির দু’পাশে (বাঁ দিকে) আবু তাহের এবং সেখ সুফিয়ান।

নন্দীগ্রামে শহীদ স্মরণ কর্মসূচিতে প্রাক্তন মন্ত্রী অখিল গিরির দু’পাশে (বাঁ দিকে) আবু তাহের এবং সেখ সুফিয়ান। —নিজস্ব চিত্র।

কেশব মান্না
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ০৮:০৭
Share: Save:

দীর্ঘদিন বাদে নন্দীগ্রামে জমি আন্দোলনের দুই মুখ হাজির তৃণমূলের মঞ্চে। মঙ্গলবার ‘শহিদ দিবস’-এর কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন শেখ সুফিয়ান এবং আবু তাহের। তবে কি আগামী বছর বিধানসভা নির্বাচনে ‘শুভেন্দুর তালুকে’ হারানো জমি ফিরে পেতে জমি আন্দোলনের স্মৃতিকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল— শুরু হয়েছে চর্চা।

নন্দীগ্রামের ভাঙাবেড়ায় মঙ্গলবার তৃণমূলের উদ্যোগে ‘শহিদ স্মরণ’ হয়। মঞ্চে ছিলেন নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তাহের। তার আগে মিছিলেও হাঁটেন তিনি। কর্মসূচিতে প্রথম সারিতে ছিলেন সুফিয়ানও। ২০০৭ সালে নন্দীগ্রামে জমি আন্দোলন পর্বে সুফিয়ান এবং তাহের ছিলেন চেনা মুখ। ২০২০-তে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরে তাহের দলের অন্দরে ‘নিষ্ক্রিয়’ হয়ে যান, দাবি তৃণমূল সূত্রের। তবে গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ান। মমতার হারে প্রশ্ন ওঠে তাঁর ভূমিকা নিয়ে। পরে দুই নেতার নাম জড়ায় স্থানীয় বিজেপি কর্মী খুনের মামলায়। তাঁরা এখন জামিনে রয়েছেন। ইতিমধ্যে বাপ্পাদিত্য গর্গ তৃণমূলের নন্দীগ্রাম ১-এ ব্লক সভাপতি ও পীযূষকান্তি ভুঁইয়া তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান হন। গত লোকসভার আগে পীযূষকে সরিয়ে দেয় দল। পীযূষ মনে করাচ্ছেন, “গত পঞ্চায়েত ভোটে দল ভাল ফল করে। নন্দীগ্রামের দুটো ব্লকে জেলা পরিষদের নিরিখে ১০ হাজার ভোটে এগিয়ে ছিলাম আমরা। লোকসভায় ফের বিজেপি এগোল। সর্বোচ্চ নেতৃত্ব নিশ্চিত বুঝছেন, নন্দীগ্রামে কী হচ্ছে।”

ইতিমধ্যে সুফিয়ান দলের তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি হয়েছেন। কোর্টের নির্দেশে নন্দীগ্রামে ফিরে এখন দলীয় রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তাহের। আগামী বিধানসভায় তাঁরাই কি তুরুপের তাস? তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতির জবাব, “সুফিয়ান ও তাহের বিজেপির চক্রান্তে মিথ্যা মামলায় হয়রান হচ্ছেন। কিছু দিন চুপচাপ ছিলেন। ফের দলের কাজ শুরু করেছেন।” তাহের “মিটিংয়ে ব্যস্ত” বলে মন্তব্য এড়ান। সুফিয়ান বলেন, “আমরা দলের সঙ্গেই আছি। যখন যেমন নির্দেশ পাই, পালন করি।”

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার নেতা প্রলয় পাল বলছেন, “আসলে সংখ্যালঘুদের ভরসায় ভোট-বৈতরণী পার হতে চাইছে তৃণমূল।”

অন্য বিষয়গুলি:

Nandigram TMC Abu Taher Sheikh Sufian
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy