আক্রান্তের বাড়িতে সিদ্ধার্থ নস্কর। বৃহস্পতিবার নন্দীগ্রামে। নিজস্ব চিত্র
দলের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী সিদ্ধার্থ নস্করের এলাকায় প্রচার ছিল বৃহস্পতিবার। তার আগে বুধবার রাতেই নন্দীগ্রাম-১ ব্লকের গ্যাংড়া সোনাচূড়ায় বিজেপি’র মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হলদিয়াতেও এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
বিজেপি সূত্রের খবর, বুধবার রাতে নন্দীগ্রাম-১ ব্লকের স্থানীয় মণ্ডল সভাপতি রঞ্জন পাত্রের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। তাঁর বাড়ির টালির ছাউনি ভেঙে দেওয়া এবং খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রঞ্জনের স্ত্রী জানিয়েছেন, ৫০ জনের একটি দল তাঁদের বাড়িতে চড়াও হয়। বাড়ির ছাউনিতে যেসব দলীয় পতাকা টাঙানো ছিল, তা ছেঁড়া এবং টালি ভাঙা হয়। তারপর তাঁর স্বামীকে খুনের হুমকি দেওয়া হয়।
বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্করের অভিযোগ, মণ্ডল সভাপতিকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। ঘটনার সময় নন্দীগ্রাম থানার ওসিকে খবর দেওয়া হয়। তাঁরা এসে আক্রান্ত পরিবারকে উদ্ধার করেন। যদিও রঞ্জনের পরিবারের দাবি, পুলিশ চলে গেলে দুষ্কৃতীরা ফের তাদের বাড়িতে চড়াও হয়।
ওই ঘটনার পরে এ দিন সকালে নন্দীগ্রাম-১ ব্লকের জানকীনাথ মন্দির থেকে সোনাচূড়া পর্যন্ত রোড-শো ছিল বিজেপির’। কিন্তু এ দিন পুলিশ বিজেপি’কে তেখালি পর্যন্ত রোড-শো করার অনুমতি দেয়। দিনের শুরুতে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে রোড-শো করেন। তেখালির একটি মঠেও তিনি পুজো দেন। তারপর দলের কর্মীদের নিয়ে আক্রান্ত নেতার বাড়িতে যান বিজেপি প্রার্থী। সেখান থেকে বেরোনোর সময় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় জনা তিরিশেক যুবক। তাঁদের দাবি, এলাকায় অশান্তি সৃষ্টির জন্য বিজেপি প্রার্থী এলাকায় এসেছিলেন।
ওই ঘটনা চলাকালীন পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তাঁরা নিষ্ক্রিয় ছিলেন বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। এ ব্যাপারে লোকসভার রিটার্নিং অফিসার তথা জেলাশাসক পার্থ ঘোষ বলেন, ‘‘নন্দীগ্রামে অশান্তি নিয়ে বিজেপির তরফে একটি অভিযোগ পেয়েছি। তবে এ দিন প্রার্থীকে ঘিরে কি হয়েছে জানি না। খোঁজ নিয়ে দেখছি।’’
অশান্তি বা বাড়ি ভাঙচুরের দায় অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি মেঘনাথ পাল বলেন, ‘‘প্রচারে আসার জন্য ওঁরা নিজেরাই এসব করছেন।’’
অন্যদিকে, বুধবার রাতেই হলদিয়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের রাধাবল্লভচকে সূর্য প্রামাণিক নামে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তাঁর বাড়ির কাচের জানলা এবং দরজা ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে হলদিয়া থানার পুলিশ আক্রান্তের বাড়ি যায়। এ ব্যাপারে বিজেপি নেতা প্রদীপকুমার বিজলি বলেন, ‘‘এলাকায় নির্বাচনী কাজকর্ম করতেন সূর্য। তাঁকে আগে শাসকদলের লোকেরা শাসিয়েছিল। এবার বাড়ি ভেঙে দেওয়া হল। হলদিয়া থানায় অভিযোগ জানানো হয়েছে।’’
অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দোলাই বলেন, ‘‘উনি তো আমাদের দলের কর্মী। আসলে ওই এলাকায় চোরের দাপট বেড়েছে। তারাই ভাঙচুর করেছে।’’ হলদিয়া থানার পুলিশ জানিয়েছে, ভাঙচুরের অভিযোগ পেয়ে তদন্ত করা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy