এক দিন পরেই ভাই ফোঁটা। সকাল সকাল ভাইদের ফোঁটা দেবেন দিদি-বোনেরা। বিশেষ দিনের জন্য বিশেষ সাজগোজও ভেবে রেখেছেন। অথচ ত্বকের অবস্থা খারাপ। রোদে পুড়ে ঝলসে গিয়েছে মুখের রং। এক দিনের মধ্যে ফেসিয়াল করা অসম্ভব। তবে চাইলে বাড়িতে নিজেই বানিয়ে নিতে পারেন ত্বকের ট্যান দূর করার স্ক্রাবার। রইল তিন রকম পদ্ধতি।
১। ১/৪ কাপ চিনি এবং গুঁড়নো কফি পাউডার নিন। তার সঙ্গে মিশিয়ে নিন দু’চামচ অলিভ অয়েল এবং ভিটামিন ই-র তিনটি ক্যাপস্যুল। ভাল করে মিশিয়ে নিয়ে ট্যান পড়া ত্বকে লাগিয়ে নিন। কিছু ক্ষণ রেখে ভাল করে ঘষে তুলে ফেলুন।
২। ১ কাপ সৈন্ধব লবণের সঙ্গে আধা কাপ অলিভ অয়েল মিশিয়ে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন যেকোনও এসেনসিয়াল অয়েল ১০ ফোঁটা। ভাল করে ত্বকে মাসাজ করুন। তার পরে ঘষে তুলে ফেলুন।
৩। তিন চামচ মুলতানি মাটির সঙ্গে দু’ চামচ অ্যালোভেরার জেল মিশিয়ে নিন। এর সঙ্গে দিন এক চামচ মধু, ২ চামচ গোলাপ জল। যে মিশ্রণটি তৈরি হবে, সেটি মুখে লাগিয়ে নিন। অল্প অল্প শুকিয়ে এলে ঈষদোষ্ণ গরম জল দিয়ে হালকা হাতে গোল করে ঘষুন এবং জল দিয়ে পরিষ্কার করে নিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy