চলছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। চাঁদড়ায়। নিজস্ব চিত্র।
হাইকোর্টের নির্দেশে চাঁদড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে থাকা বেআইনি নির্মাণ ভাঙা হল। বৃহস্পতিবার সকালে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন মেদিনীপুরের মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ। স্কুল চত্বরে গজিয়ে ওঠা দোকান-ক্লাব ভেঙে দেওয়া হয়। সরিয়ে ফেলা হয় ধ্বংসস্তূপও।
চাঁদড়া প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে দোকান ও ক্লাব মিলিয়ে প্রায় ১৫টি বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছিল। স্কুলের জমি দখল করে দোকান, ক্লাব হওয়ায় পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে বলে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। স্কুলের জমিতে থাকা বেআইনি নির্মাণ ভেঙে পড়াশোনার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের নির্দেশের পর গত ১৫ ডিসেম্বর প্রশাসনের পক্ষ থেকে নোটিস দিয়ে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কথা জানিয়ে দেওয়া হয়। নিজেরা না ভাঙলে বেআইনি দখল উচ্ছেদ আইনে প্রশাসন পদক্ষেপ করবে বলেও জানানো হয়।
বৃহস্পতিবার সকালে মহকুমাশাসকের পাশাপাশি জেলা পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক সুমন্ত রায়, জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক) আমিনুল আহাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সূর্যপ্রতাপ যাদবও এলাকায় যান। বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হতেই স্থানীয়রা জড়ো হন। এলাকার বাসিন্দারা ক্ষোভের কথা জানালেও উচ্ছেদ ঘিরে অনভিপ্রেত ঘটনা ঘটেনি। এলাকার লোকেরা প্রশাসনের কাছে আবেদন জানান, দোকানের জিনিসপত্র সরিয়ে নিতে একটু সময় দেওয়া হোক। প্রশাসনের পক্ষ থেকে আধ ঘণ্টা সময় দেওয়া হয়। জিনিসপত্র সরিয়ে নেওয়ার পরেই দোকান, ক্লাব ভেঙে দেয় প্রশাসন। মহকুমাশাসক ও জেলা স্কুল পরিদর্শক বলেন , “আদালতের নির্দেশেই বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে।”
স্থানীয় দোকান মালিক শিবনাথ খাটুয়া, বিনন্দ খাটুয়ারা বলেন, “৩০ বছরেরও বেশি সময় ধরে রাস্তার ধারে দোকান করে সংসার চালাচ্ছিলাম। জানতামই না এটা স্কুলের জমি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy