Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

আগুনে পুড়ে ছাই দোকান

ভস্মীভুত হল পাঁচটি দোকান ও একটি বাড়ি। শনিবার রাতে পাঁশকুড়া স্টেশন বাজারের ঘটনা। রাতে আগুন লাগার ঘটনা নজরে আসার পরেই স্থানীয় বাসিন্দারা জল দিয়ে ওই আগুন নেভানোর ব্যবস্থা করে।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০০:৫০
Share: Save:

ভস্মীভুত হল পাঁচটি দোকান ও একটি বাড়ি। শনিবার রাতে পাঁশকুড়া স্টেশন বাজারের ঘটনা। রাতে আগুন লাগার ঘটনা নজরে আসার পরেই স্থানীয় বাসিন্দারা জল দিয়ে ওই আগুন নেভানোর ব্যবস্থা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশনের পাশে বাজারে কাঠ-বাঁশের কাঠামো ও টালির ছাউনি দেওয়া একই বাড়ির পাশাপাশি একাধিক মাছের দোকান ও একটি বসতবাড়ি রয়েছে। শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে ওই দোকানঘরে আগুন লেগেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সাব-মার্সিবল পাম্প চালিয়ে জল তুলে স্থানীয় বাসিন্দারা ওই আগুন নেভানোর চেষ্টা চালান। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পরে কোলাঘাট থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে তিনটি মাছের দোকান, দুটি ফলের গুদাম ও একটি বাড়ি ভস্মীভুত হয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিদ্যুতের লাইনের শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE