Advertisement
০৫ নভেম্বর ২০২৪

চিল্কিগড় রাজবাড়ি চত্বরে নাট্যোৎসব

জীর্ণ রাজবাড়ি চত্বরের বিভিন্ন অংশে অভিনীত হল একের পর এক নাটক। ঝাড়গ্রামের ‘কুরকুট’ নাট্য সংস্থার চার বছর পূর্তি উপলক্ষে সংস্থার উদ্যোগে রবিবার এক দিনের নাট্যোৎসবের আয়োজন হল চিল্কিগড়ের রাজবাড়ি চত্বরে।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৬ ০০:৪৬
Share: Save:

জীর্ণ রাজবাড়ি চত্বরের বিভিন্ন অংশে অভিনীত হল একের পর এক নাটক। ঝাড়গ্রামের ‘কুরকুট’ নাট্য সংস্থার চার বছর পূর্তি উপলক্ষে সংস্থার উদ্যোগে রবিবার এক দিনের নাট্যোৎসবের আয়োজন হল চিল্কিগড়ের রাজবাড়ি চত্বরে।

এ দিন বিকেলে কুরকুটের সদস্যদের গান ও কথা দিয়ে উৎসবের সূচনা হল। রাজবাড়ি প্রাঙ্গণে প্রথমে অভিনীত হল কুরকুট প্রযোজিত নাটক ‘দমন’। ঝাড়গ্রামের সাগুন নাট্যগোষ্ঠী পরিবেশন করল তাদের নাটক ‘হুল’। বর্ধমানের অন্বেষা সাংস্কৃতিক সংস্থা পরিবেশন করল ‘চাপা পড়া মানুষ’ নাটকটি। বীরভূমের শান্তিনিকেতনের ইন্দ্রিয় সংস্থা নিবেদন করল নাটক ‘যখন, তারপর, আবার’। সবশেষে গোটা প্রাচীন রাজবাড়ি চত্বর জুড়ে অভিনীত হল ঝাড়গ্রামের এসো নাটক করি সংস্থার নাটক ‘ভাঙাচোরা ইতিহাস’। নাটক চলে রাত পর্যন্ত।

চার বছর আগে মঞ্চহীন অঙ্গন নাটক দিয়ে পথচলা শুরু করেছিল কুরকুট। এ বার অঙ্গন নাটকের আঙ্গিকেও আরও ব্যতিক্রমী পরিবর্তন ঘটাল ঝাড়গ্রামের এই নাট্য সংস্থাটি। নাটককে দর্শকদের কাছে নিয়ে যাওয়ার জন্য এমন প্রয়াসের প্রশংসা করলেন দর্শকরাও।

কুরকুটের কর্ণধার উপল পাহাড়ি বললেন, “একাংশ দর্শক এখন নাটক দেখতে চান না। মানুষজনকে নাটকমুখি করার জন্য আমরা নানা ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আঙ্গিকের পরিবর্তন ঘটিয়ে তাই প্রত্যন্ত এলাকায় খোলা আকাশের তলায় মুক্তাঙ্গনে দর্শকদের কাছে হাজির হয়ে ভাল সাড়া পেয়েছি।”

অন্য বিষয়গুলি:

Chilkigarh Rajbari Drama Drama Festival
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE