Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ট্রেনের দাবিতে সই সংগ্রহ

সকালে গড়বেতা থেকে হাওড়াগামী ট্রেনের দাবিতে সই সংগ্রহ শুরু হল শুক্রবার থেকে। গড়বেতা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রীজের উদ্যোগে গড়বেতার বিভিন্ন এলাকা থেকে ১০ হাজার মানুষের সই সংগ্রহ অভিযান চলবে। তারপর তা পাঠানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রকের কাছে। বর্তমানে সকালে একটি ট্রেন রয়েছে। গড়বেতা স্টেশনে যেটি আসে ৬টা ২০ মিনিটে।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০০:৪৫
Share: Save:

সকালে গড়বেতা থেকে হাওড়াগামী ট্রেনের দাবিতে সই সংগ্রহ শুরু হল শুক্রবার থেকে। গড়বেতা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রীজের উদ্যোগে গড়বেতার বিভিন্ন এলাকা থেকে ১০ হাজার মানুষের সই সংগ্রহ অভিযান চলবে। তারপর তা পাঠানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রকের কাছে। বর্তমানে সকালে একটি ট্রেন রয়েছে। গড়বেতা স্টেশনে যেটি আসে ৬টা ২০ মিনিটে। হাওড়া পৌঁছনোর সময় ১০টা ১৫ মিনিট। যদিও বেশিরভাগ সময়েই ট্রেনটি নির্দিষ্ট সময়ে হাওড়া পৌঁছতে পারে না। ফলে অফিসযাত্রী, ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকাল সাড়ে ৯ টার মধ্যে হাওড়া পৌঁছনো যাবে এমন একটি ট্রেন প্রয়োজন।

অন্য বিষয়গুলি:

Midnapur rail train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE