দলের মেদিনীপুর শহর সংগঠনকে চাঙ্গা করতে উদ্যোগী হল সিপিএম। সোমবার সিপিএমের শহর জোনাল কার্যালয়ে এক বৈঠক হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক সরকার। দলের তরফে দীপকবাবু শহরের সংগঠনের কাজকর্ম দেখার দায়িত্বে রয়েছেন। আগামী দিনে দলের এবং গণ- সংগঠনের বেশ কিছু কর্মসূচি রয়েছে। শহরে এই কর্মসূচিগুলো কী ভাবে সংগঠিত করা যায়, বৈঠকে সেই নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, সংগঠনের নানা দিক নিয়েও আলোচনা হয়েছে। বস্তুত, আগামী বিধানসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে এখন থেকেই বিভিন্ন এলাকায় সংগঠন সাজানোর কাজ শুরু করে দিয়েছে সিপিএম। নেতৃত্বও চাইছেন, সংগঠনে আরও ঝাঁকুনি দিতে। সিপিএম নেতৃত্বের দাবি, এক সময় যে ধারাবাহিক রক্তক্ষরণ চলছিল, এখন সেই পরিস্থিতি আর নেই। মানুষ ভুল বুঝতে শুরু করেছেন। পাশের শহর খড়্গপুরের পুরভোটেও তার ইঙ্গিত মিলেছে। যেখানে বামেরা প্রমাণ করতে পেরেছে যে তারা রাজনীতিতে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে পড়েনি। মেদিনীপুর শহরের কিছু এলাকায় এখনও সিপিএমের সাংগঠনিক কিছু দুর্বলতা রয়েছে। বৈঠকে সেই দুর্বলতাগুলো কাঠিয়ে ওঠারও নির্দেশ দেওয়া হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy