মারিশদা কৃষি উন্নয়ন সমিতির ভোট ঘিরে রবিবার গোলমাল বাধল কাঁথিতে। সিপিএমের অভিযোগ, মারিশদা কন্যা বিদ্যামন্দিরে সমিতির ভোট চলাকালীন তৃণমূলের লোকেরা বুথে ঢুকে ছাপ্পা দিতে থাকে। বাম প্রার্থী ও পোলিং এজেন্ট ঘটনার প্রতিবাদ জানায়। পরে সিপিএমের দুই প্রার্থী কালীপদ শীট ও সুমন সাউ-সহ চারজন পোলিং এজেন্টকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে দিঘা-কলকাতা রাস্তা অবরোধ করে সিপিএম কর্মী-সমর্থকরা। আধ ঘণ্টা অবরোধ চলার পরে পুলিশ গিয়ে তুলে দেয়।
মারিশদা সময়বায় কৃষি উন্নয়ন সমিতির মোট ৪২টি আসনের মধ্যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই ৯টি আসনে জয়লাভ করেছে। এ দিন মারিশদা কন্যা বিদ্যামন্দির ও তেলিপুকুর বিজয়কৃষ্ণ জাগৃহী বিদ্যাপীঠে বাকি ৩৩টি আসনের ভোটগ্রহণ পর্ব ছিল। সিপিএমের মারিশদা জোনাল সম্পাদক কালীপদ শীটের অভিযোগ, ‘‘রবিবার ভোটের আগে সিপিএম প্রার্থী ও পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। পুলিশের সাহায্যে তাঁরা বুথে ঢুকে দেখেন তৃণমূলের কয়েজন জোর করে ঢুকে ছাপ্পা ভোট দিচ্ছেন।’’ অভিযোগ, ‘‘ঘটনার প্রতিবাদ করা হলে তৃণমূলের লোকেরা সিপিএম প্রার্থী ও পোলিং এজেন্টদের মারধর করেন।”
সিপিএমের অভিযোগ অস্বীকার করছেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি বিকাশ বেজ। তিনি বলেন, “সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের ন’জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। নিজেদের হার হবে বুঝতে পেরে সিপিএমের কয়েকজন তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে নাটক করছে। রবিবার কোনও অশান্তির ঘটনা ঘটেনি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy