Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Corruption

তৃণমূলের পঞ্চায়েতে দুর্নীতির নালিশ, সরব দলেরই একাংশ

‘ই-টেন্ডার’ নিয়ে প্রশাসন আর শাসকদলের একাংশের টালবাহানার মধ্যেই পঞ্চায়েত অফিসে বড়সড় চুরি সুতাহাটাতে।

বরাদ্দ এই খরচ নিয়েই বিতর্ক।

বরাদ্দ এই খরচ নিয়েই বিতর্ক।

নিজস্ব সংবাদদাতা
সুতাহাটা শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৮ ০২:০৯
Share: Save:

‘ই-টেন্ডার’ নিয়ে প্রশাসন আর শাসকদলের একাংশের টালবাহানার মধ্যেই পঞ্চায়েত অফিসে বড়সড় চুরির ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সুতাহাটা ব্লকের জয়নগরে। এ দিন বৃহস্পতিবার সকালে পঞ্চায়েত অফিসে গ্রিল ভাঙা অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশ এবং পঞ্চায়েত কর্তারা পৌঁছে যান। একটি কম্পিউটার, সিসি ক্যামেরা এবং বেশকিছু নথি পাওয়া যাচ্ছে না বলে পঞ্চায়েত সূত্রে দাবি করা হয়েছে।

চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলেও এলাকার উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি আর আর্থিক বেনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছেন বাসিন্দারা। প্রসঙ্গত, এবার পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুরে একাধিপত্য পেয়েছে শাসক দল। এমন সাফল্যের মাঝেও পঞ্চায়েতের আর্থিক বেনিয়মের পেছনে দলেরই একাংশ জড়িত বলে অভিযোগ তুলেছেন শাসক দলের কিছু নেতা-কর্মী।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, একাধিক বেনিয়মের জন্য জয়নগরের গ্রামপ্রধান পার্বতী পাত্র এবং নির্মাণ সহায়ককে ‘শো-কজ’ নোটিস পাঠানো হয়েছে। গত ২৮ জুন ওই নোটিস পাঠানো হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে খবর। অভিযোগ, বেশ কয়েকটি রাস্তা ঢালাই করা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। ‘ই–টেন্ডারে’ রাজ্য সরকারের নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক শাসক দলের এক নেতা জানান, পঞ্চায়েতের নিজস্ব ইঞ্জিনিয়ার তাঁর স্ত্রীর নামে একটি ঠিকাদার সংস্থা চালান। তিনি এইসব কাজের বরাত পান। ইতিমধ্যে জয়নগরে দু’টি ঢালাই রাস্তা বানাতে টেন্ডার করা হয়েছিল। কিন্তু প্রায় ১২ লক্ষ টাকার কাজের বরাত দেওয়া হয়েছে অফ্ লাইন টেন্ডারে।

এরপরই তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েতের কাজে আর্থিক অনিয়মের অভিযোগের পাশাপাশি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় এক গ্রামবাসীর অভিযোগ, গত জানুয়ারি মাসে এলাকার সব মোরাম রাস্তা সংস্কারের জন্য ২ লক্ষ ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু কাজ চোখে পড়েনি। এ ব্যাপারে পঞ্চায়েত ভোটের আগে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জানিয়েছিলাম।

রাজ্য সরকার পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে ২০১৩ সালে ‘ই-টেন্ডার’ প্রক্রিয়া চালু করে। নিয়ম অনুযায়ী দু’লক্ষ টাকার বেশি কাজ হলেই অনলাইন টেন্ডার করতে হবে। কিন্তু বাণেশ্বরচক, জয়নগর, পাথরবেড়িয়া, মাধবপুর এলাকায় ঢালাই ও মোরাম রাস্তা সংস্কারে সেই বিধি মানা হয়নি বলে অভিযোগ। আর্থিক অনিয়মের অভিযোগ পক্ষান্তরে মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা তথা সুতাহাটা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তুষার মাইতি। তাঁর যুক্তি, ‘‘কাজ করতে গিয়ে কিছু সমস্যা হতে পারে। তবে চুরির সঙ্গে কোনও সম্পর্ক নেই।’’

তবে আর্থিক অনিয়মের অভিযোগ মানতে চাননি জয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্বতী পাত্র। তাঁর দাবি, কে বা কারা অফিস থেকে কম্পিউটার এবং সিসি ক্যামেরা চুরি করে নিয়ে গিয়েছে। দুর্নীতি নিয়ে মিথ্যাচার ছাড়া কিছু হচ্ছে না।’’ এমনকী ‘শো-কজ’ এর চিঠি হাতে তিনি হাতে পাননি বলেও দাবি পার্বতীদেবীর।

সুতাহাটার বিডিও সঞ্জয় শিকদার বলেন, ‘‘ই-টেন্ডার নিয়ে অনিয়ম ধরা পড়ায় শো-কজ করেছি। তবে এদিন সেখানকার পঞ্চায়েত অফিসে চুরি হয়েছে বলে খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

পঞ্চায়েতে দুর্নীতি আর চুরি নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিরোধীরা। স্থানীয় সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ‘‘বিরোধীশূন্য পঞ্চায়েত গড়তে পারলে তোলাবাজ আর চোরের সমর্থন পাওয়া যায়। সাধারণ মানুষের কথা না ভেবে চোর, তোলাবাজদের আশ্রয় দিতেই ব্যস্ত তৃণমূল।’’

অন্য বিষয়গুলি:

Sutahata TMC Corruption Politics Panchayat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE