Advertisement
০৫ নভেম্বর ২০২৪

পাঁচশো-হাজারে না, সঙ্কটে সমবায়

সমবায় ব্যাঙ্কে ৫০০-১০০০ টাকার নোট জমা নেওয়া যাবে না। ইতিমধ্যে এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই মতো মঙ্গলবার থেকে পুরনো নোট জমা নেওয়া বন্ধ করেছে সমবায় ব্যাঙ্কগুলো। এরফলে, সমস্যায় পড়েছেন বেশ কিছু গ্রাহক।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ০০:২২
Share: Save:

সমবায় ব্যাঙ্কে ৫০০-১০০০ টাকার নোট জমা নেওয়া যাবে না। ইতিমধ্যে এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই মতো মঙ্গলবার থেকে পুরনো নোট জমা নেওয়া বন্ধ করেছে সমবায় ব্যাঙ্কগুলো। এরফলে, সমস্যায় পড়েছেন বেশ কিছু গ্রাহক।

মেদিনীপুরে রয়েছে বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয়। এ দিন ব্যাঙ্কে পুরনো নোট জমা দিতে এসে ফিরে যান অনেকে। বিদ্যাসাগর ব্যাঙ্কের পরিচালন সমিতির অন্যতম সদস্য মধুসূদন গাঁতাইত বলেন, “রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ। এখানে ব্যাঙ্কের কিছু করার নেই।” তাঁর বক্তব্য, “এই নির্দেশ পুনর্বিবেচনা করা উচিত। না হলে কৃষি সমবায় সমিতিগুলো বিপদে পড়বে। সমবায় ব্যাঙ্কের থেকেও কৃষকেরা বেশি বিপদে পড়বেন।” মঙ্গলবার থেকে নির্দেশ কার্যকরী হয়। বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির অন্যতম সদস্য অঞ্জন বেরা বলেন, “অনেক গ্রামে ব্যাঙ্ক নেই। সেখানে সমবায়ই ভরসা। অনেক কৃষকের শুধু সমবায় ব্যাঙ্কেই অ্যাকাউন্ট রয়েছে।”

মেদিনীপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে অবশ্য ৫০০-১০০০ টাকার নোট জমা দিতে পেরেছেন গ্রাহকেরা। পিপলস ব্যাঙ্কের চেয়ারম্যান সুকুমার পড়্যা বলেন, “রিজার্ভ ব্যাঙ্কের ওই নির্দেশের কথা শুনেছি। ওই নির্দেশ এই ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা ‘আর্বান ব্যাঙ্ক’। এই ব্যাঙ্কে পুরনো নোট জমায় কোনও সমস্যা নেই।”

অন্য বিষয়গুলি:

demonetization Cooperative banks
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE