Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কলকাতায় সভা ভারত নির্মাণ মঞ্চের

এই প্রথম কলকাতায় প্রকাশ্য সভা করতে যাচ্ছে ভারত নির্মাণ পার্টি। আগামী অগস্ট মাসে কলকাতার রানি রাসমণি রোডে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে ভারত নির্মাণ পার্টি। রবিবার সন্ধ্যায় সুতাহাটার সুবর্ণজয়ন্তী হলে দলের হলদিয়া শহর ও গ্রামীণ এরিয়া কমিটির সম্মেলন শেষে সাংবাদিকদের জানান ভারত নির্মাণ পার্টির রাজ্য সভাপতি লক্ষণ শেঠ।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:০০
Share: Save:

এই প্রথম কলকাতায় প্রকাশ্য সভা করতে যাচ্ছে ভারত নির্মাণ পার্টি। আগামী অগস্ট মাসে কলকাতার রানি রাসমণি রোডে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে ভারত নির্মাণ পার্টি। রবিবার সন্ধ্যায় সুতাহাটার সুবর্ণজয়ন্তী হলে দলের হলদিয়া শহর ও গ্রামীণ এরিয়া কমিটির সম্মেলন শেষে সাংবাদিকদের জানান ভারত নির্মাণ পার্টির রাজ্য সভাপতি লক্ষণ শেঠ।

এ দিন তিনি বলেন, ‘‘আমরা কলকাতায় প্রকাশ্য সভা করার প্রস্তুতি নিচ্ছি। শীঘ্রই দিন ঘোষণা করা হবে।’’ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এ দিনও লক্ষণ শেঠ সিপিএমের কঠোর সমালোচনা করেছেন। তাঁর কথায় মার্কসবাদ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাই মানুষ মার্কসবাদ থেকে মুখ ফেরাচ্ছেন।

এ দিন সম্মেলনের আগে সুতাহাটা বাজারে ভারত নির্মাণ পার্টির পক্ষ থেকে মিছিল করা হয়। এ দিন ১২৫জনকে নিয়ে হলদিয়া শহর ও গ্রামীন এরিয়া কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটির সভানেত্রী হয়েছেন তমালিকা পণ্ডাশেঠ, সাধারণ সম্পাদক হয়েছে সুদর্শন মান্না। আগামী দিনে বুথ কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের নেতাকর্মীদের।

অন্য বিষয়গুলি:

Bharat Nirman party sutahata Tamalika Panda Seth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE