Advertisement
০২ নভেম্বর ২০২৪

ঝাড়গ্রামে বৃদ্ধের মৃত্যু, দায়ী শব্দবাজি?

শব্দবাজির দৌরাত্ম্যে হৃদরোগী এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল অরণ্য-শহর ঝাড়গ্রামে। বুধবার দীপাবলির রাতে শহরের রঘুনাথপুরের মধুবন মোড় এলাকার বাসিন্দা দুর্লভচন্দ্র মাহাতো (৬২) শব্দবাজির আওয়াজে অসুস্থ হয়ে পড়েন বলে পরিজনদের দাবি।

দুর্লভচন্দ্র মাহাতো।——নিজস্ব চিত্র

দুর্লভচন্দ্র মাহাতো।——নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৫ ১৮:০৫
Share: Save:

শব্দবাজির দৌরাত্ম্যে হৃদরোগী এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল অরণ্য-শহর ঝাড়গ্রামে। বুধবার দীপাবলির রাতে শহরের রঘুনাথপুরের মধুবন মোড় এলাকার বাসিন্দা দুর্লভচন্দ্র মাহাতো (৬২) শব্দবাজির আওয়াজে অসুস্থ হয়ে পড়েন বলে পরিজনদের দাবি। মদ্যপ কিছু যুবক হই হুল্লোড় করে দুর্লভবাবুর বাড়ির সামনে শব্দবাজি ফাটাচ্ছিল বলে অভিযোগ। ওই যুবকদের নিষেধ করতে গিয়েছিলেন দুর্লভবাবুর ছেলে জগন্নাথ মাহাতো। তাঁকে হেনস্থা করা হয়। বাধা পেয়ে ওই যুবকরা জগন্নাথবাবুদের বাড়িতে চড়াও হয়ে ইচ্ছাকৃতভাবে আরও বেশি করে শব্দবাজি ফাটাতে থাকে। দরজা ধাক্কা দিয়ে উল্লাস করতে থাকে তারা। এর জেরে দুর্লভবাবু অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। দুর্লভবাবুকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার ঝাড়গ্রাম থানায় গিয়ে ঘটনাটি জানান স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুকুমার শীট।

ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “এই অভিযোগ কতটা যথাযথ, তা তদন্ত করে দেখা হবে।” ভারতীদেবীর বক্তব্য, “বৃহস্পতিবার মৃতদেহ সত্‌কারের পরে এলাকার পুরপিতা থানায় অভিযোগ জানাতে এলেন। অথচ বুধবার রাতে তিনি বা অন্য কেউ পুলিশকে ফোন করে একটা খবর দিতে পারলেন না। এটাই আশ্চর্যের বিষয়।”

অন্য বিষয়গুলি:

an aged person died fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE