Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
TMC Rally on 21st July

২১ জুলাইয়ের সভা থেকে ফেরার পথে নয়ানজুলিতে পড়ল বাস, মৃত এক, জখম অন্তত ৫৭ জন

শুক্রবার বিকেল সাড়ে ৫টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের উপর কৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক জনের মৃত্যুও হয়েছে। 

পুরুলিয়া ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল সমর্থকদের বাস।

পুরুলিয়া ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল সমর্থকদের বাস। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ১৯:১৬
Share: Save:

ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ শেষ করে পুরুলিয়া ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল সমর্থকদের একটি বাস। শুক্রবার বিকেল সাড়ে ৫টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের উপর কৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক জনের মৃত্যুও হয়েছে। দলীয় সূত্রে খবর, মৃতের নাম বিকাশ টুডু (২৮)। তাঁর বাড়ি বান্দোয়ান থানার ধডুংরি গ্রামে। দুর্ঘটনায় অন্তত ৫৭ জন জখম হয়েছেন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষরঙ্গি অবশ্য বলেন, ‘‘মোট ৫১ জন চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।’’ পরে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

বাসে থাকা তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, বাসটি পুরুলিয়ার বান্দোয়ানে ফিরছিল। দ্রুত গতিতে চলছিল সেটি। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে সড়কের ধারে নয়ানজুলিতে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে খড়্গপুর থানার পুলিশ। সেখানে ছিলেন যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী। তিনিও উদ্ধারকাজে হাতে লাগান। নির্মাল্য বলেন, ‘‘সভা শেষ করে পুরুলিয়া ফেরার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ৫০ জনের বেশি যাত্রীকে আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Rally on 21st July
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE