দিঘায় যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই পর্যটকের। মৃতদের নাম বাবাই মণ্ডল (২১) এবং আকাশ ঘোড়াই (১৭)। বাবাই উত্তর ২৪ পরগনার বাসন্তী থানার নোয়াখালির বাসিন্দা। আকাশের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানা এলাকার নগেন্দ্রপুরে। বুধবার দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক ধরে একটি বাইকে চেপে দিঘার উদ্দেশে যাচ্ছিলেন দু’জনে। সেই সময় পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার কালিনগরের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, দিঘা থেকে কলকাতার উদ্দেশে আসছিল একটি বেসরকারি বাস। সেই সময়েই কালিনগরের কাছে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। স্থানীয় সূত্রে খবর, বাইকটির ১১৬বি জাতীয় সড়কের প্রচণ্ড গতিতে দিঘার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই থানায় খবর পাঠান। মারিশদা থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে দেহ দু’টি উদ্ধার করে। দেহগুলি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মারিশদা থানা সূত্রে খবর, ঘটনাস্থলেই বাইকের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, প্রচণ্ড গতিতে থাকায় কালিনগর বাসস্ট্যান্ডের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ধাক্কা মারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ আরও কিছুটা স্পষ্ট হতে পারে বলে মনে করছে পুলিশ। মারিশদা থানা সূত্রে খবর, ইতিমধ্যে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনার কথা জানানো হয়েছে মৃতদের পরিবারের সদস্যদের।