Advertisement
০৫ নভেম্বর ২০২৪
আন্তর্জাতিক নারী দিবস

বার্তা ক্ষমতায়ন, প্রথম নারী দিবস আইআইটিতে

নারী স্বাধীনতা, নারী শিক্ষা ও ক্ষমতায়ন, এ সব থেকে দূরে থাকা প্রযুক্তিবিদ্যার পীঠস্থান আইআইটিতে এ বার অন্য ছবি। আজ, শনিবার খড়্গপুর আইআইটি-র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনের আয়োজন করা হয়েছে। খড়্গপুর আইআইটি-র ইতিহাসে এই উদ্যোগ প্রথম।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৪ ০২:২১
Share: Save:

নারী স্বাধীনতা, নারী শিক্ষা ও ক্ষমতায়ন, এ সব থেকে দূরে থাকা প্রযুক্তিবিদ্যার পীঠস্থান আইআইটিতে এ বার অন্য ছবি। আজ, শনিবার খড়্গপুর আইআইটি-র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনের আয়োজন করা হয়েছে। খড়্গপুর আইআইটি-র ইতিহাসে এই উদ্যোগ প্রথম। প্রথমবর্ষের অনুষ্ঠানে নারী জীবনকে কুসংস্কারমুক্ত করা ও নারীদের ক্ষমতায়নে জোর দেওয়ার বার্তা দেওয়া হবে। সকাল সাড়ে ন’টায় অনুষ্ঠান শুরু হবে প্রতিষ্ঠানের নেতাজি প্রেক্ষাগৃহে।

প্রথম বর্ষে নারী দিবসের অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে স্বনামধন্যারাও হাজির থাকছেন। উপস্থিত থাকার কথা বিশিষ্ট নৃত্যশিল্পী তথা ‘কালচার থেরাপি’তে পারঙ্গম অলোকনন্দা রায়। নাচ-গান-নাটকের মাধ্যমে সমাজের মূল স্রোত থেকে দূরে থাকা মানুষকেও কী ভাবে জীবনের ছন্দে ফিরিয়ে আনা যায়, নিজের অভিজ্ঞতা থেকে সে কথাই শোনাবেন তিনি। উল্লেখ্য, কিছু দিন আগে মুক্তিপ্রাপ্ত ‘মুক্তধারা’ সিনেমাতেও ‘কালচার থেরাপি’র উল্লেখ ছিল। অনুষ্ঠানে হাজির থাকবেন জেলার প্রথম মহিলা পুলিশ সুপার ভারতী ঘোষও।

হঠাৎ নারী দিবস উদযাপন?

আজকের অনুষ্ঠানের আহ্বায়ক তথা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক স্বপ্না বন্দ্যোপাধ্যায় বলেন, “আগের থেকে সমাজে শিক্ষিত নারীর সংখ্যা অনেক বেড়েছে। তবে মেয়েদের সমস্যা থেকেই গিয়েছে। শুধু আইআইটি আলোকিত থাকলে চলবে না। পারিপার্শিক পরিবেশেও আলো জ্বালতে হবে। এই ভাবনাত থেকেই আমাদের এই উদ্যোগ।”

নারী দিবসের অনুষ্ঠানে দু’টি পর্যায়ে আলোচনা চলবে। প্রথম পর্যায়ের আলোচনায় উপস্থিত থাকবেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক সুস্মিতা শূর কোলে। বিজ্ঞান ও গবেষণার জগতে মেয়েদের এগিয়ে চলার কাহিনি শোনাবেন তিনি। কী ধরনের শিক্ষা নারীদের দুনিয়ায় আলো ফোটাতে পারে, সেই পরামর্শ দেবেন সারদা মঠ ও মিশনের পরিব্রাজিকা অশেষপ্রাণা ও পরিব্রাজিকা দিব্যানন্দপ্রাণা। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের ডাকা হয়েছে। সেখানে মা ও শিশুর সুস্থ থাকার উপায়, কন্যাশ্রী প্রকল্প, সঞ্চয় পদ্ধতি, নারী শিক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হবে। এই পর্বে উপস্থিত থাকবেন শিশু-বিশেষজ্ঞ মহাশ্বেতা চৌধুরী, মহকুমাশাসক সঞ্জয় ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় মহিলাদেরও আমন্ত্রণ জানিয়েছেন কর্তৃপক্ষ।

অন্য বিষয়গুলি:

international woman’s day iit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE