দলীয় কাউন্সিলর তাপসী মণ্ডলকে এ বার হলদিয়া পুরসভার বিরোধী দলনেত্রী করার সিদ্ধান্ত নিল সিপিএম। শনিবার হলদিয়ার হাজরা মোড়ে দলীয় অফিসে জোনাল কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে সিপিএম সূত্রে জানা গিয়েছে। দলীয় এই সিদ্ধান্ত বাম কাউন্সিলররা আজ, সোমবার হলদিয়া পুরসভার চেয়ারম্যানকে লিখিত ভাবে জানাবেন বলে সিপিএম সূত্রে খবর।
গত নির্বাচনে হলদিয়া পুরসভার ২৬টি আসনের মধ্যে ১৫টি আসনে বামেরা জয়ী হয়ে বোর্ড গঠন করেছিল। তখন চেয়ারম্যান হন তমালিকা পণ্ডা শেঠ। পরে পরিবর্তিত পরিস্থিতিতে সাত বাম কাউন্সিলর তৃণমূলের দিকে চলে যান। অনাস্থায় তমালিকাদেবী অপাসারিত হন। চেয়ারম্যান হন তৃণমূলের দেবপ্রসাদ মণ্ডল। আর বিরোধী দলনেত্রী হন তমালিকাদেবী। তিনি এখনও সেই পদেই বর্তমান।
ইতিমধ্যে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত হয়েছেন তমালিকা পণ্ডা শেঠ। সিপিএমের একাংশ তাই বলছেন, নতুন বিরোধী দলনেত্রী তাই অনিবার্য ছিল। সেই পদ্ধতিই শুরু হল শনিবারের সভা থেকে। ওই দিনের হাজরা মোড়ের সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল জানা, নিরঞ্জন সিহি, দলের ভারপ্রাপ্ত জোনাল সম্পাদক সুব্রত বন্দ্যোপাধ্যায়-সহ দলের অন্য নেতারা। সেখানেই তাপসী মণ্ডলের নাম ওঠে। সিপিএম নেতৃত্বের দাবি, ৮ কাউন্সিলরের মধ্যে ৬ জন লিখিত ভাবে তাপসীদেবীকে বিরোধী দলনেত্রী করার প্রস্তাবে সায় দিয়েছেন। শুধু বিমল মাজি এক কাউন্সিলর তাতে সই করেননি। হলদিয়ার দায়িত্বপ্রাপ্ত সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহি বলেন, “শনিবার হলদিয়ার কাউন্সিলরদের বৈঠকে তাপসী মণ্ডলের নাম উঠে এসেছে। আজ, লিখিত ভাবে তা পুর-কর্তৃপক্ষকে জানানো হবে।”
জেলা সম্মেলনের আগে পূর্ব মেদিনীপুরের নানা জায়গায় সাংগঠনিক সভাও শুরু করেছে সিপিএম। রবিবার ওল্ড দিঘার নেহরু মার্কেটের সভায় মূল বক্তা ছিলেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত রাজ্যনেতা রবীন দেব। স্থানীয় থেকে রাজ্য, নানা সমস্যাই উঠে আসে তাঁর বক্তব্যে। ছিলেন তাপস সিংহ, নির্মল জানা, চক্রধর মেইকাপ প্রমুখ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy