Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Mamata Banerjee

কিসান নিধি প্রকল্পের টাকা চাইলেন মমতা, ‘কাটমানি’-র ছুতো, কটাক্ষ বিজেপির

এ ছাড়া রাজ্য সরকার নিজেও যে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য প্রকল্প চালাচ্ছে সে কথা লেখা হয়েছে চিঠিতে।

অমিত শাহকে পাল্টা বাক্যবাণ না ছুড়ে মমতা চিঠি লিখলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে, চিঠি নিয়ে কটাক্ষ করলেন অমিত মালব্য।

অমিত শাহকে পাল্টা বাক্যবাণ না ছুড়ে মমতা চিঠি লিখলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে, চিঠি নিয়ে কটাক্ষ করলেন অমিত মালব্য।

নিজস্ব সংবাদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ২১:৩৮
Share: Save:

কেন্দ্রীয় সরকারের অনুদান কৃষকদের হাতে পৌঁছতে দিচ্ছে না পশ্চিমবঙ্গের সরকার, এমনই অভিযোগ করেছিলেন অমিত শাহ। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটলেন একেবারে উল্টো পথে। অমিত শাহকে পাল্টা বাক্যবাণ না ছুড়ে চিঠি লিখলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে। চাইলেন ‘প্রধানমন্ত্রী কিসান নিধি সম্মান’ প্রকল্পের টাকা। শুধু তাই নয়, আগেও যে তিনি চিঠি দিয়েছিলেন, সে কথা মনে করিয়ে দিলেন ডিসেম্বর মাসের ২১ তারিখে লেখা চিঠিতে।

অমিত শাহ অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গের কৃষকেরা পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা আটকে দিচ্ছে বলে। মুখ্যমন্ত্রীর চিঠিতে এককথায় সে দাবি অস্বীকার করে বলা হল, গত সেপ্টেম্বরেই এই বিশেষ তহবিলের টাকা চেয়ে রাজ্য কেন্দ্রকে চিঠি দিয়েছিল। সে কথা মনে করিয়ে দিয়েই সোমবারের চিঠিতে তিনি কেন্দ্রীয় সরকারকে আবারও বললেন, তহবিলের টাকা রাজ্যের হাতে দিতে। রাজ্য নিজস্ব পরিকাঠামো ব্যবহার করে সেই অর্থ কৃষকদের হাতে পৌঁছে দেবে।

শুধু তাই নয়, তিনি উল্লেখ করেছেন, যে কৃষকরা এই টাকা পাবেন, তাঁদের তালিকা তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতেও রাজি আছে রাজ্য। তাই যত তাড়াতাড়ি সম্ভব যেন এই টাকা রাজ্যের হাতে তুলে দেওয়া হয়।

এ ছাড়া রাজ্য সরকার নিজেও যে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য প্রকল্প চালাচ্ছে সে কথা লেখা হয়েছে চিঠিতে। বলা হয়েছে, ৭৩ লক্ষ কৃষক এর সুবিধা পাচ্ছেন। সুবিধা পাচ্ছেন ভাগচাষীরাও।

আরও পড়ুন: অমিত-সফর শেষে বিতর্কিত পোস্ট, ‘অনুপম-কথায়’ নাজেহাল বিজেপি​

এই খবর প্রকাশ্যে আসার পরেই আক্রমণ করেছেন বিজেপি নেতা তথা বাংলায় বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি টুইটারে লিখেছেন, ‘একমাত্র পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পের সুবিধা পাবেন এমন কৃষকদের তালিকা দিতে অস্বীকার করেছে। সেই সংখ্যাটা প্রায় ৭২ লক্ষ। তবে সরকারি অ্যাকাউন্টে টাকা চাইছে। তাহলে কি ওদের ‘কাটমানি’ পেতে সুবিধা হয়? পশ্চিমবঙ্গের কৃষকদের ক্ষতি হচ্ছে প্রায় ৪৩২০ কোটি টাকা’।

আরও পড়ুন: রাজীব-পার্থ দ্বিতীয় বৈঠকেও ‘অসম্পূর্ণ’ রইল রফাসূত্র, ফের হতে পারে কথা

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Amit Malvya PN Kisan nidhi fund Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy