Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Mamata Banerjee

১০ দিনের মধ্যে সব্জির দাম কমাতে হবে, নির্দেশ দিলেন মমতা, বাজারে নজরদারি চালাবে পুলিশ-প্রশাসন

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৮:৪৩
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৭:২৪ key status

১০ দিনের মধ্যে সব্জির দাম কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

১০ দিনের মধ্যে সব্জির দামে নিয়ন্ত্রণ চান মমতা। বুধবার থেকেই পুলিশ-প্রশাসনকে বাজারে গিয়ে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। টাস্ক ফোর্সকে প্রতি সপ্তাহে বৈঠকে বসারও নির্দেশ দিয়েছেন। বড়বাজারে চাল-ডালের পাইকারি এবং খুচরো দাম নিয়ন্ত্রণে রয়েছে কি না, মঙ্গলবারের বৈঠকে তা-ও জানতে চান মমতা। 

timer শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৭:০৮ key status

কৃষিপণ্যের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

কৃষিপণ্যের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, তিন মাস ধরে ভোট হয়েছে। নির্বাচনী বন্ডের টাকা তুলতেই সব্জির দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্ন তোলেন মমতা। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৭:০৪ key status

তেলাপিয়া মাছ নির্ভয়ে খান: মুখ্যমন্ত্রী

তেলাপিয়া মাছ নির্ভয়ে খাওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের বৈঠকে মমতা জানান, চলতি বছরেই ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে রাজ্য। মাছের ক্ষেত্রেও তা হবে না কেন, সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে সেই প্রশ্ন তোলেন তিনি। জানতে চান, তেলাপিয়া মাছ খেলে সত্যিই কোনও রোগ বা শরীরে বিপরীত কোনও ক্রিয়া হতে পারে কি না। আধিকারিকেরা জানান, তেমন কিছুর প্রমাণ পাওয়া যায়নি। তখন মমতা তেলাপিয়া মাছ খাওয়ার পরামর্শ দেন। ‘জল ভরো, জল ধরো’ প্রকল্পে কাটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, তেলাপিয়া মাছ নিয়ে যারা মিথ্যা খবর রটিয়েছে, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি?

timer শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৬:৫৯ key status

সীমানায় নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আলু কিংবা পেঁয়াজ অন্য রাজ্যে রফতানি করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট নির্দেশ, “আগে আমাদের রাজ্যের চাহিদা মিটবে, তার পর অন্য রাজ্যে জিনিস যাবে।” প্রয়োজনে রাজ্যের সীমানায় নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর।

timer শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৬:৫৫ key status

বড় ব্যবসায়ীরা হিমঘরে আলু আটকে রাখছেন: মমতা

বড় ব্যবসায়ীদের একাংশ হিমঘর বা কোল্ড স্টোরেজে আলু আটকে রাখছেন বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন রাজ্যের হিমঘরগুলিতে বিপুল পরিমাণ আলু পড়ে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

timer শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৬:৫৩ key status

টাস্ক ফোর্সের কাজে হতাশ মুখ্যমন্ত্রী

মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “মূল্যবৃদ্ধি রুখতে টাস্ক ফোর্স গঠন করেছিলাম। শেষ কবে তারা বৈঠকে বসেছে জানি না। যত দিন দাম না কমে, তত দিন বৈঠকে বসতে হবে। আমি মুখ্যসচিব, ডিজিকে নির্দেশ দিচ্ছি। কতটা দাম কমল, তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই। ১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।”

Advertisement
timer শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৬:৪৩ key status

‘মুনাফাখোরদের’ তোপ মমতার, পুলিশকে নজরদারির নির্দেশ

সব্জির দাম বাড়লেও কৃষকেরা কিছু পাচ্ছেন না। মুনাফা নিচ্ছেন মুনাফাখোরেরা। এমনটা মত মুখ্যমন্ত্রীর। পুলিশকে বাজারে নজরদারি চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

timer শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৬:৪০ key status

স্থানীয় চাষিদের কাছ থেকে পেঁয়াজ কেনায় উৎসাহ মুখ্যমন্ত্রীর

মহারাষ্ট্রের নাসিকের পরিবর্তে স্থানীয় কৃষকদের কাছে পেঁয়াজ কিনতে বললেন মুখ্যমন্ত্রী।

timer শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৬:৩৬ key status

বাজারে যেতে ভয় পাচ্ছে মানুষ: মমতা

কাঁচা সব্জির দাম বৃদ্ধি নিয়ে সরব মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে ভয় পাচ্ছে মানুষ।”

timer শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৬:২৮ key status

কৃষিপণ্যের দামবৃদ্ধি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

কৃষিপণ্যের দাম বৃদ্ধি রুখতে মঙ্গলবার নবান্নে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE