Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Political Clash

খেজুরিতে বিজেপি নেতার হাতে ভোজালির কোপ, কান কাটল অন্য এক কর্মীর

নির্বাচন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ভোজালির কোপ পড়ল স্থানীয় এক বিজেপি নেতার হাতে। কান কাটল অন্য এক বিজেপি কর্মীর।

সংঘর্ষে আহত বিজেপি সমর্থকরা। নিজস্ব চিত্র।

সংঘর্ষে আহত বিজেপি সমর্থকরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০১৯ ১৫:৩২
Share: Save:

নির্বাচন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ভোজালির কোপ পড়ল স্থানীয় এক বিজেপি নেতার হাতে। কান কাটল অন্য এক বিজেপি কর্মীর। ঘটনাটি ঘটেছে কাঁথি লোকসভা এলাকার খেজুরির পাইখাই এলাকায়।

বিজেপির অভিযোগ, পানখাই এলাকার ১৭২ নম্বর বুথে তৃণমূল আশ্রিত বহিরাগত এবং দুষ্কৃতীরা বিজেপি কর্মী-সমর্থকদের ভোট দিতে বাধা দিচ্ছিল। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি-র স্থানীয় নেতা গোপাল পুরকায়েত।বিজেপির অভিযোগ, সেখানে তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে গোপাল এবং তাঁর সঙ্গীদের উপর ঝাঁপিয়ে পড়ে। গোপালের হাতে ভোজালির কোপ মারে তৃণমূলের দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে গেলে কানে ভোজালির কোপ লাগে অন্য এক বিজেপি কর্মীর।

বিজেপির ওই অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি কর্মীরাই বুথের সামনে গন্ডগোল পাকানোর চেষ্টা করছিল। সাধারণ মানুষ প্রতিরোধ করে। গোপাল এবং তাঁর সঙ্গীর কাঁথি হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনায় দু’জন মহিলাও অল্পবিস্তর জখম হয়েছেন বলে দাবি বিজেপি-র।

আরও পড়ুন: ভারতীকে ঘিরে বিক্ষোভ, কেশপুরে শূন্যে গুলি-লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর, পরপর গাড়ি ভাঙচুর

অন্য বিষয়গুলি:

BJP Member Loksabha Election 2019 Political Clash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE