—ফাইল চিত্র।
বাড়ি দার্জিলিঙেই। পাঁচ বছর ধরে দার্জিলিং শহরের পুরপ্রধান ছিলেন। ছিলেন বিধায়কও। সংসদীয় নির্বাচনে দাঁড়ানোর জন্য সদ্য সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন। মঞ্চে সেই অমর সিংহ রাইকে দাঁড় করিয়ে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার চকবাজারের সভায় বললেন, ‘‘কেউ কেউ বলছেন আমাদের প্রার্থী ভূমিপুত্র নন। কিন্তু অমর সিংহ রাই যদি ভূমিপুত্র না হন, তা হলে ভূমিপুত্র কে?’’
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বিজেপি, বিমল গুরুংয়ের সঙ্গে থাকলেই ভূমিপুত্র আর তৃণমূলের সঙ্গে থাকলে ভূমিপুত্র নয়, এই দ্বিচারিতা কেন? তিনি বলেন, ‘‘আমি তো দিল্লি থেকে কাউকে এনে মনোনয়ন দিইনি। যেমন সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া এসেছিলেন, হালুয়া খেয়ে চলে গিয়েছেন।’’ বিজেপির এ বারের প্রার্থী রাজু বিস্তকেও বহিরাগত বলে মন্তব্য করেন মমতা। মমতার বক্তব্য, ‘‘গোর্খাল্যান্ড করে দেব বলে ভোট নিয়ে এখন বর্ধমানে পালিয়ে গিয়েছেন অহলুওয়ালিয়া। আর মণিপুর থেকে এক জনকে ধরে এনেছেন। তিনিও কিছু দিন ঘুরবেন, কিছু টাকা-পয়সা বিলোবেন। ফের চলে যাবেন।’’
এ দিনই কালিম্পংয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নির্বাচনী জনসভা ছিল। শাহ সম্পর্কে মমতার মন্তব্য, ‘‘হেলিকপ্টারে এসে কালিম্পংয়ে নেমে ভাষণ দিয়ে চলে গিয়েছেন। দার্জিলিং চেনেন? কার্শিয়াং চেনেন? কালিম্পং চেনেন? চিড়িয়াখানা চেনেন? এইচএমআই চেনেন?’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
মমতা সভায় প্রশ্ন করেন, দার্জিলিংয়ের জন্য বিজেপি কী করেছে? উপস্থিত জনতা এক সঙ্গে চেঁচিয়ে বলে, ‘‘কিছুই করেনি।’’ মুখ্যমন্ত্রী তখন নেপালি ভাষায় বলেন, ‘‘অমর সিংহ রাইলাই তাপাইকো বহু মূল্য ভোট দিনুস। এ মেরে নম্র নিবেদন হো।’’ এ দিন সভায় মমতা ‘দার্জিলিং আমার দিল’ বলে মন্তব্যও করেন। পাহাড়বাসীর জমি নিয়ে নানা সমস্যা মেটানোর জন্য তিনি দ্রুত ব্যবস্থা নেবেন বলেও জানান। গোর্খা জাতিসত্তা যাতে ক্ষুণ্ণ না হয়, তা-ও গুরুত্ব দিয়ে দেখবেন বলে তিনি আশ্বাস দেন।
কেন অমর সিংহ রাইকেই লোকসভার প্রার্থীপদে বেছে নিয়েছেন, সে ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সভায় তিনি জানান, গত বছর দার্জিলিঙে একটি বৈঠকের সময় তিনি বিধায়ক অমর সিংহ রাইকে এলাকার উন্নয়নের জন্য একটি প্রস্তাব তৈরি করতে বলেন। মমতা বলেন, ‘‘ছ’মাস সময় দিয়েছিলাম। কিন্তু মাত্র এক মাসের মধ্যে তিনি আমাকে উন্নয়নের প্রস্তাব লিখিত ভাবে পাঠিয়ে দেন। সেই প্রস্তাব দেখে আমি তখনই বুঝেছিলাম, অমর সিংহ রাই-ই যোগ্য লোক।’’ মমতা জানান, সে সময়ই তিনি মোর্চার নেতা বিনয় তামাংকে অমর সিংহ রাইয়ের কথা বলেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy