Advertisement
০৫ নভেম্বর ২০২৪
general-election-2019-west-bengal

ঝাড়গ্রামে বিজেপি কর্মী খুন, ইটবৃষ্টি, গুলিতে রণক্ষেত্র কেশপুর

ভোটগ্রহণ পর্ব ঘিরে অশান্তি রাজ্যের নানা প্রান্তে। গুলি, ইটবৃষ্টি, লাঠিচার্জ— সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের কেশপুরে।

ধর্মায় দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

ধর্মায় দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০১৯ ০৫:৫০
Share: Save:

সরানো হল বাঁকুড়ার জেলাশাসককে:

ভোটপর্ব মেটার পরই সরিয়ে দেওয়া হল বাঁকুড়ার জেলাশাসক উমাশঙ্কর এস-কে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ পেয়েছিল নির্বাচন কমিশন। সেই সূত্রেই তাঁকে সরানো হল বলে নির্বাচন সূত্রে খবর। তাঁর জায়গায় সোমবার নতুন জেলাশাসকের দায়িত্ব নেবেন মুক্তা আর্য। সকালে নতুন জেলাশাসকের নিয়োগপত্র তৈরি করবে নবান্ন।

সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬১.২৫ শতাংশ।

সন্ধ্যা ৭টা পর্যন্ত এ রাজ্যে ভোট পড়েছে (শতাংশে): তমলুক-৮২.৯৯, কাঁথি-৮০.০৬, ঘাটাল-৭৯.৩৩, ঝাড়গ্রাম-৮১.৯১, মেদিনীপুর-৮০.৫, পুরুলিয়া-৭৮.৮৯, বাঁকুড়া-৭৫.৬৮, বিষ্ণুপুর-৮১.৯০।

বিকেল সাড়ে ৪টে: পশ্চিম মেদিনীপুরের ধর্মায় দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি

পশ্চিম মেদিনীপুরের ধর্মায় শ্রী নারায়ণ বিদ্যা ভবনের বুথ জ্যামের খবর পেয়ে দিলীপ ঘোষ আসেন। তিনি পৌঁছতেই তুমুল অশান্তি শুরু হয়। দিলীপকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মীরা। বিজেপি পাল্টা জমায়েত করে সেখানে। ‘মমতা চোর হ্যায়’ স্লোগান দিতে থাকে তারা। তখনই দু’পক্ষের মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশ আর নিরাপত্তারক্ষীরা দিলীপকে স্কুল থেকে বার করে নিয়ে যায়।

ভিডিয়ো: মৃণালকান্তি হালদার

বিকেল সাড়ে ৩টে: দাঁতনের সলোমনপুরে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সলোমনপুরে ভোট ঘিরে অশান্তি। বুথের সামনে পুলিশের লাঠিচার্জ। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, ভাঙচুর করা পুলিশের গাড়িও। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের নির্দেশেই পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ করেছে।

বিকেল ৩টে: ভারতীর বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ নির্বাচন কমিশনের

ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুথের ১০০ মিটারের মধ্যে সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে গিয়ে তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ।

বিকেল ৩টে পর্যন্ত এ রাজ্যে ভোট পড়েছে ৭০.৩৮ শতাংশ।

বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে (শতাংশে): তমলুক-৭৩.৫১, কাঁথি-৬৯.৭৯, ঘাটাল-৭১.৪৫, ঝাড়গ্রাম-৬৮.০৮, মেদিনীপুর-৬৭.৫৬, পুরুলিয়া-৭০.৪৮, বাঁকুড়া-৬৮.০২, বিষ্ণুপুর-৭১.৭৯

ভিডিয়ো: অর্চিষ্মান সাহা

দুপুর ২.৩০: ঝেঁতলায় ভারতী ঘোষ ও তাঁর নিরাপত্তারক্ষীদের আটকে রেখে বোমাবাজি

কেশপুরের ঝেঁতলায় ভারতী ঘোষ ও তাঁর নিরাপত্তারক্ষীদের আটকে রেখে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল। সংবাদমাধ্যমের একাধিক গাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা। ঝেঁতলার একটি বুথ থেকে ভারতী বেরোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ’খানেক গ্রামবাসী তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ, পুলিশ সুপার থাকাকালীন ভারতী ঘোষ বহু নিরাপরাধ গ্রামবাসীকে তুলে নিয়ে গিয়েছিলেন। ভারতীকে ঘিরে যখন বিক্ষোভ চলছিল, আচমকাই বোমাবাজি শুরু হয়ে যায় বুথের কাছে। ভারতীকে কোনও রকমে সেখান থেকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। একটি বুথের ভিতরেই আটকে রয়েছেন ভারতী। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসছে কমব্যাট ফোর্স।

দুপুর ২টো: ভোট দিলেন দিলীপ ঘোষ

ঝাড়গ্রাম লোকসভার গোপীবল্লভপুরে নিজের গ্রাম কুলিয়ানায় ভোট দিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ।

ছবি: মৃণালকান্তি হালদার।

দুপুর ১.৩০: গাড়িতে দফায় দফায় তল্লাশি পুলিশের, মুকুল রায় বললেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য

বিজেপি নেতা মুকুল রায়ের গাড়িতে দফায় দফায় তল্লাশি চালাল পুলিশ। প্রথমে এক দফা তল্লাশি চালানো হয় বিমানবন্দরে। তার পর কৈখালিতে মুকুলের গাড়ি আটকায় পুলিশ। ফের এক দফায় তল্লাশি চালানো হয় কৈখালিতে। বার বার তল্লাশি চালানো প্রসঙ্গে মুকুল রায় বলেন, “এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে।”

মুকুল রায়ের গাড়িতে তল্লাশি। নিজস্ব চিত্র।

দুপুর ১টা পর্যন্ত এ রাজ্যে ভোট পড়েছে ৫৫.২৭ শতাংশ

প্রকাশ জাভড়েকর: তৃণমূলের তাণ্ডব চলছে বাংলার ভোটে। পুরুলিয়ায় মমতার ভাইপো এবং আসানসোলের মেয়র শিবির করে বসে আছেন। তাঁরা হিংসায় মদত দিচ্ছেন।

ভিডিয়ো: সিজার মণ্ডল

দুপুর ১টা: মোহনপুরে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর

পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে রাজ্যে বিজেপির সভাপতি দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ দিন সকালেও পশ্চিম মেদিনীপুরের রামপুরাতেও দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা। অভিযোগ, তাঁর গাড়ি ভাঙচুরের চেষ্টাও করা হয়। বুথ দখল হয়ে গিয়েছে, এমনই অভিযোগ পেয়ে রামপুরাতে গিয়েছিলেন দিলীপ। তাঁকে দেখা মাত্রই তৃণমূলের লোকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, অশান্তি ছড়াতেই এখানে এসেছেন দিলীপ। বিক্ষোভের মুখে পড়ে সেখান থেকে গাড়ি নিয়ে ফিরে আসার সময় তৃণমূলের লোকেরা দিলীপের গাড়িতে হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ বিজেপির।

ভিডিয়ো: মৃণালকান্তি হালদার

দুপুর সাড়ে ১২টা: পূর্ব মেদিনীপুরের ময়নায় ভোটগ্রহণকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

ভোটগ্রহণ পর্বকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়না। সেখানে বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপি কর্মীরা বাঁশ, লাঠি নিয়ে তাদের কর্মীদের মারধর করেছে। ঘটনাটি নোনাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের ১৪১ নম্বর বুথের।

দুপুর ১২টা: কেশপুরের গোটগেড়িয়ায় গ্রামবাসীদের ভোটদানে বাধা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত বেশ কয়েক জন

বিজেপি-তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল কেশপুরের গোটগেড়িয়া। গ্রামবাসীদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি সমর্থকদের অভিযোগ, গোটগেড়িয়া হাইস্কুলের ২০৬ এবং ২০৭ নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু বুথের বেশ কিছুটা আগে তৃণমূলের শ’দেড়েক দুষ্কৃতী অস্ত্র, বাঁশ, লাঠি নিয়ে পথ আটকে রাখে। গ্রামবাসীরা পুলিশে খবর দেন। পুলিশের একটি ছোট দল এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। নিরাপত্তা দিয়ে বুথে পৌঁছে দেওয়ার দাবি জানান গ্রামবাসীরা। অভিযোগ, পুলিশ তা করেনি। তখন প্রায় তিনশো গ্রামবাসীরা দল বেঁধে বুথের দিকে এগোতে চেষ্টা করলেই তাঁদের সঙ্গে তৃণমূলের দুষ্কৃতীদের হাতাহাতি শুরু হয়ে যায়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় বেশ কয়েক জন গ্রামবাসী আহত হয়েছেন।

সকাল ১১টা পর্যন্ত ৩৮.০৮ শতাংশ ভোট পড়েছে এ রাজ্যে।

ঘাটালে জমায়েত সরাতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর।ছবি: অর্চিষ্মান সাহা।

সকাল সওয়া ১১টা: ভারতীকে লক্ষ্য করে ইটবৃষ্টি, মন্দিরে পাঁচিল টপকে থানায় আশ্রয়

কেশপুরর বাজারের সামনে ভারতীর গাড়ি আটকাল পুলিশ। পুলিশের দাবি নির্বাচন কমিশন থেকে এই গাড়িতে ঘোরার জন্য অনুমতি নেওয়া হয়নি। কেন গাড়ি বাজেয়াপ্ত করা হল, এই প্রতিবাদে স্থানীয় এক কালী মন্দিরে ধর্নায় বসে পড়েন তিনি। কালী মন্দির লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট ছুড়তে থাকে। হামলার হাত থেকে বাঁচতে কোনও রকমে মন্দিরের পাঁচিল টপকে বেরিয়ে থানায় আশ্য় নেন তিনি। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে র‌্যাফ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে।ভারতী ঘোষকে উদ্ধার করতে গাড়ি পাঠাচ্ছে দিলীপ ঘোষ। দলকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন তিনি।

কেশপুরে কালী মন্দিরে ধর্নায় ভারতী। ছবি: অর্চিষ্মান সাহা।

সকাল ১১টা: শালবনিতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। তৃণমূলের অভিযোগ, সেখানকার ১৮৬ এবং ২৩৪ নম্বর বুথে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটাদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী। যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী।

ভারতীর গাড়ি ঘিরে রেখেছে র‌্যাফ। ছবি: অর্চিষ্মান সাহা।

পৌনে ১১টা: ভারতীর দেহরক্ষীর গুলিতে আহত এক ব্যক্তি

ভারতীর দেহরক্ষীর গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনা কেশপুরের দোগাছিয়ার। অভিযোগ, ভারতী ওই এলাকার একটি বুথে যেতেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুথের সামনে প্রচুর লোকের ভিড় থাকায় ভারতী তাঁদের সরিয়ে দিতে বলেন। তখনই তাঁর সঙ্গে বচসা বাধে তৃণমূল কর্মীদের। অভিযোগ, সেই সময় ভারতী তাঁর দেহরক্ষীদের গুলি চালানোর নির্দেশ দেন। তাঁদের ছোড়া গুলিতেই বখতিয়ার খান নামে এক ব্যক্তি আহত হন বলে অভিযোগ। তাঁর বা হাতে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বখতিয়ারের পরিবারের অভিযোগ, ২২৯ নম্বর বুথে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন বখতিয়ার। শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছিল। হঠাত্ই সেই বুথে ৩০-৩৫টি গাড়ি নিয়ে উদয় হন ভারতী। তার পরই উত্তেজনা ছড়ায়। তখনই ভারতী তাঁর দেহরক্ষীদের গুলি চালানোর নির্দেশ দেন।

কী বললেন ভারতী

ভিডিয়ো: অর্চিষ্মান সাহা।

সন্ত্রাস তৈরি করছেন ভারতী: দেব

ভারতী ঘোষের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনলেন ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব। তিনি বলেন, “৪০-৫০ দিন ধরে সন্ত্রাসের আবহ তৈরি করেছেন ভারতী। পুলিশ, ওসি-কে চমকাচ্ছেন। ভোট কেনার জন্য টাকা নিয়ে ঢুকছেন। উনি তো প্রাক্তন পুলিশ সুপার। নিয়মকানুন নিশ্চয়ই জানেন!। কিন্তু ভারতী নিজেই সেই নিয়ম ভাঙছেন।” পাশাপাশি তিনি বলেন, “চাই শান্তিপূর্ণ ভাবে ভোটটা হোক। শুধু এ রাজ্যেই নয়, গোটা দেশে।”

পৌনে ১০টা: রণক্ষেত্র কেশপুরের দোগাছিয়া, ভারতীকে তাড়া গ্রামবাসীদের, লাঠিচার্জ কেন্দ্রীয়বাহিনীর

কেশপুরের দোগাছিয়ায় ভারতীর গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একটি বুথে ছাপ্পাভোট চলছে, এমনই অভিযোগ পেয়ে গিয়েছিলেন সেখানে গিয়েছিলেন ভারতী। তাঁকে দেখামাত্রই গ্রামবাসীরা তেড়ে আসেন। আচমকা তাঁর গাড়ি ঘিরে ধরে ইট, পাথর ছোড়া হয়। ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থীর গাড়ি। ভারতীর নিরাপত্তারক্ষীরা তাঁকে কোনও রকমে সেখান থেকে মুক্ত করে সরিয়ে নিয়ে যায়। গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। গ্রামবাসীদের ইটের ঘায়ে ভারতীর এক নিরাপত্তারক্ষীর মাথা ফেটে যায়। হামলা চালানো হয় সংবাদমাধ্যমের কয়েকটি গাড়িতেও।

দোগাছিয়ায় গ্রামবাসীদের হামলায় ভারতী ঘোষের নিরাপত্তারক্ষীর মাথা ফেটে গিয়েছে। ছবি: অর্চিষ্মান সাহা।

সকাল সওয়া ৯টা: বলরামপুরে ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

পুরুলিয়ার বলরামপুরে ভোটারদের মুড়ি-ঘুগনি খাইয়ে প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে যে ক্যাম্প অফিস তৈরি করেছে বিজেপি সেখান থেকে ভোটারদের মুড়ি-ঘুগনি বিলি করা হচ্ছে। গ্রামবাসীরা সেখানে ঘুগনি-মুড়ি খেয়ে ভোট দিতে যাচ্ছেন।

সকাল সাড়ে ৯টা: ভারতীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে। ভোট লুঠ হচ্ছে, ভোটগ্রহণ কেন্দ্রের জানলা খোলা রয়েছে— এমনই অভিযোগ পেয়ে কেশপুরের পিকুড়দা প্রাথমিক বিদ্যালয়ের ১৩৯ নম্বর বুথে গিয়েছিলেন ভারতী। অভিযোগ, বুথের ভিতরে গিয়ে তিনি ভিডিয়োগ্রাফি করেন। নির্বাচন কমিশনের কাছে ভারতীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ জমা পড়ে।

সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ১৬.৬৮ শতাংশ।

সকাল পৌনে ৯টা: কেশপুরে ভারতীকে শারীরিক হেনস্থা

কেশপুরের একটি বুথে ভারতীকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দলের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, বুথে এক সঙ্গে অনেক লোক ঢুকে পড়ছেন— এমনই সব অভিযোগ পেয়ে শিবশক্তি হাইস্কুলের ২০৬, ২০৭ নম্বর বুথে গিয়েছিলেন ভারতী। সেই সময়ই তাঁকে মহিলাদের বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া এবং শারীরিক নিগ্রহও করা হয়। ৪০ মিনিট ধরে চেষ্টা করেও বুথে বিজেপির এজেন্টকে বসাতে পারেননি ভারতী। পরে ফিরে যান সেখান থেকে।

ভোটের আগের রাতে ঝাড়গ্রামে খুন বিজেপির বুথ সভাপতি

ষষ্ঠ দফা শুরুর আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠল এ রাজ্য। খুন হয়ে গেলেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিজেপির বুথ সভাপতি। শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের জুনাসোলায় তাঁর উপর হামলা করে দুষ্কৃতী। হামলায় মৃত্যু হয়েছে তাঁর। বিজেপির ওই বুথ সভাপতির নাম শ্রী রামিন সিংহ। বিজেপির অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

ভারতীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। কেঁদে ফেলেন তিনি। নিজস্ব চিত্র।

বাঁকুড়ায় বিজেপি কর্মীর উপর হামলা

বাঁকুড়াতেও বিজেপি কর্মীর উপরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতেই বাঁকুড়া শহরের রবীন্দ্র সরণিতে বিজেপি কর্মী বিপু দাসের দাদা শিবশঙ্কর দাসের উপর হামলা হয়। গুরুতর জখম হন তিনি। তাঁর মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায় এই হামলায়। তৃণমূলের কর্মীরাই এই হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছে বিজেপি।

কাঁথিতে বিজেপির বুথ কর্মীদের মারধর

ভোররাতে কাঁথি লোকসভার, চণ্ডিপুর বিধানসভার, মহম্মদপুর অঞ্চলের পশ্চিমবাড় গ্রামের ২৩, ২৪ নং বুথের বিজেপি বুথকর্মী অনন্ত গুচ্ছাইত এবং রঞ্জিত মাইতির ওপর পুলিশের পোশাকে তৃণমূলের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। গুলিতে জখম হয়েছেন বিজেপির দুই কর্মী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও ৮ আসনে ভোটগ্রহণ আজ বাংলায়। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর— ষষ্ঠ দফায় ভোট নেওয়া হচ্ছে মূলত এই পাঁচ জেলার লোকসভা আসনগুলিতে। এক ঝাঁক হেভিওয়েটের ভাগ্য আজ ইভিএম বন্দি হয়ে যাচ্ছে।

সবচেয়ে নজরকাড়া প্রতিদ্বন্দ্বিতা আজ মেদিনীপুর আসনে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং বর্ষীয়াণ রাজনীতিক তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ মানস ভুঁইয়ার মধ্যে লড়াই সেখানে। পাশের আসন ঘাটালেও লড়াই জমজমাট তৃণমূলের তারকা প্রার্থী তথা ঘাটালের বিদায়ী সাংসদ দেব ও বিজেপির প্রার্থী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের মধ্যে।

বাঁকুড়ায় তৃণমূলের টিকিটে লড়ছেন আর এক হেভিওয়েট সুব্রত মুখোপাধ্যায়। পুরুলিয়ায় মূল লড়াই তৃণমূল আর বিজেপির মধ্যে হলেও প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা দীর্ঘ দিনের বিধায়ক নেপাল মাহাত নজর কাড়ছেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ঝাড়গ্রামের ছবিটাও একই। মূল লড়াই তৃণমূল-বিজেপি-তেই। কিন্তু নজর কাড়ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কাঁথি থেকে এ বারও লড়ছেন প্রবীণ নেতা গত ১০ বছরের তৃণমূল সাংসদ শিশির অধিকারী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE