Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

পাঁচনের নিদানে ফিরলেন অনুব্রত

মুর্শিদাবাদের মানুষকে ‘পাঁচন’ ধরার পরামর্শ দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। 

মুর্শিদাবাদের মানুষকে ‘পাঁচন’ ধরার পরামর্শ দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

মুর্শিদাবাদের মানুষকে ‘পাঁচন’ ধরার পরামর্শ দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০২:৫০
Share: Save:

কেন্দ্রীয় বাহিনীকে ‘স্যালুট’ জানানোর পাশাপাশি মুর্শিদাবাদের লোকসভা নির্বাচনে ‘উর্বর’ জমিতে ভোটের চাষ করার জন্য মুর্শিদাবাদের মানুষকে ‘পাঁচন’ ধরার পরামর্শ দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

শনিবার বহরমপুর শহরের ওয়াইএমএ মাঠে তৃণমূলের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। তাঁর দাওয়াই, ‘‘বর্ডার সিকিউরিটি ফোর্স ও সিআরপিএফ দেখলে স্যালুট জানাবেন। ভয় পাবেন না। তবে ভোটের এই উর্বর জমিতে চাষ করতে গেলে কেউ চোখ রাঙালে পাচনের বাড়িতে সোজা করে দেবেন।’’

দলের কর্মীদের কাউকে ভয় না পেতেও তিনি নির্দেশ দেন। বলেন, ‘‘হাত তুললে নামিয়ে দেবেন। ভোটের চার-পাঁচ দিন আগে থেকে উর্বর জমি চাষ করুন। এক দিক থেকে চাষ করুন।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সঙ্গে জুড়ে দিচ্ছেন অধীর চৌধুরীর প্রতি কটাক্ষ, ‘‘এত বড় পালোয়ান যে পুলিশ ছাড়া ঘুরতে পারেন। মহিলাদের হাতে মার খাওয়ারও সম্ভাবনা আছে বলে তাঁকে মহিলা পুলিশ রাখতে হয়েছে। পুলিশ রক্ষী ছেড়ে দিয়ে পাচনের গল্প করুক।’’

আগামী ২৯ এপ্রিল বহরমপুর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে হারানো দায়িত্ব কাঁধে তুলে নিলেন বলে প্রকাশ্য সভা থেকে এ দিন দলের তরফে এ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাব। অধীর চৌধুরীকে হারানোর জন্য আমি অনেক সময় পেয়েছি। ২১ থেকে ২৭ তারিখ (এপ্রিল) পাঁচ দিন বহরমপুরের বুথে বুথে আমাকে পাবেন।’’

মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের মধ্যে কেবল বহরমপুর নিয়েই এত কথা খরচ করছেন কেন? তার ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু অধিকারী নিজেই। তিনি বলেন, ‘‘বহরমপুরের জন্যে এত কথা খরচ করছি কেন? জঙ্গিপুর আর মুর্শিদাবাদ তিন লক্ষ করে ভোটে জিতে গিয়েছি। আমাদের ঠেকাতে কেউ পারবে না।। আর এখানে বিজেপি-র সাহায্য নিয়ে অধীর চৌধুরী আমাদের বোকা বানাতে চান। এই লোকসভার দায়িত্বটা আমার কাঁধে তুলে নিলাম। বহরমপুর তৃণমূল জিতবে।

জোড়াফুল জিতবে।’’

সাংসদ অধীর চৌধুরীর এলাকা উন্নয়ন তহবিলের টাকা খরচ করা নিয়েও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘তার এমপি ল্যাডের টাকা খরচ করা নিয়ে বই তৈরি করেছি।’’ শতকরা কুড়ি টাকা, তিরিশ টাকা নিয়ে অধীর চৌধুরী ঠিকাদারদের কাছে কাজ বিক্রি করেছেন বলে শুভেন্দু অভিযোগ করেন। অধীর চৌধুরীর সংসদ এলাকার উন্নয়ন তহবিলের টাকা খরচ করা নিয়ে ছাপানো বই অঞ্চল অঞ্চলে বিলি করবেন বলেও শুভেন্দু জানান।

এই সভায় নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে বলছি, সীমান্তরক্ষী বাহিনী, নিজের দেশের টেলিকম ব্যবস্থা, ব্যাঙ্কিং ব্যাবস্থা থাকা সত্ত্বেও জঙ্গিরা কি করে ৪২ জন সেনাকে মারল? এটা কি তবে ইচ্ছাকৃত ভাবে করা? তার পর দেশভক্তি উসকে দিয়ে ভোট করতে চাইছেন?’’

পাল্টা বহরমপুরের সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরী বলছেন, ‘‘অনুব্রত ও শুভেন্দুরা এ দিন সভায় যা বলেছে, তা রাজনৈতিক কোনও বক্তব্য নয়, সব অন্তঃসারশূন্য খেউড়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE