ছবি পিটিআই।
বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় খুলেছে কয়েকটি মাত্র মদের দোকান। আর সেই সব দোকানে ভিড় জমিয়েছেন বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা। মঙ্গলবার ওই সব দোকানে মদ কেনার ভিড় সামলাতে রীতিমতো নাজেহাল হতে হল পুলিশকে।
এ দিন মদের দোকানে আসা ক্রেতাদের থেকে ভোটার বা আধার কার্ড দেখতে চাওয়া হয়েছে। মাস্ক না থাকলে মদ সরবরাহ করা হবে না, সেই নিয়ম তো ছিলই। তবু সোমবারের মতো এ দিনও বহু মানুষ সামাজিক দূরত্ব-বিধির কথা বেমালুম ভুলে গিয়ে মদ কিনতে লাইনে দাঁড়িয়েছেন।
এ দিন সকাল থেকে দেখা যায়, বিধাননগর উত্তর ও দক্ষিণ থানা এলাকা থেকে শুরু করে নিউ টাউনের কয়েকটি মদের দোকান খোলার আগে থেকেই তার সামনে কয়েকশো মানুষের ভিড়। তাঁদের অনেকেই আবার বিধাননগর পুর এলাকার বাইরের বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, মদ কিনতে উল্টোডাঙা, দমদম, বেলেঘাটা থেকে বহু লোক বিধাননগরে আসছেন। কিন্তু বিধাননগরের বেশ কিছু এলাকা কন্টেনমেন্ট জ়োনের মধ্যে পড়ছে। ফলে বাইরে থেকে আসা লোকের ভিড়ে বিপদ আরও বাড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়েরা।
আরও পড়ুন: মদের দোকান খোলার প্রতিবাদ
এ দিন দেখা গিয়েছে, নিউ টাউনের একটি দোকানের সামনে অপেক্ষায় থাকা ক্রেতারা নিজেদের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েছেন। বাইরে থেকে অসংখ্য মানুষ ওই এলাকায় মদ কিনতে আসায় লকডাউন বিধি ভঙ্গ হচ্ছে বলেও অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এমনকি, সামাজিক দূরত্ব-বিধি না মেনেই মদ কেনার লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে ক্রেতাদের। ফলে তাঁদের সামলাতে হিমশিম খেয়েছে পুলিশ।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy