ক্যালেন্ডারে শীতকাল কিন্তু গায়ে রাখা যাচ্ছে না সোয়েটার, জ্যাকেট। ফাইল ছবি।
ক্যালেন্ডারে ভরা শীত। কিন্তু মাথার উপর ঘুরছে ফ্যান। সরস্বতী পুজোয় প্রথম কুলে কামড়ের পরেই রুমাল দিয়ে ঘাড়ের ঘাম মোছা। শীতকালের হলটা কী! হাওয়া অফিস বলছে, আপাতত তাপমাত্রার তারতম্য চলবে। তবে ফেব্রুয়ারির প্রথম দিকে তাপমাত্রা আবার খানিকটা নামতে পারে। মিলতে পারে শীতের আমেজ। যদিও, জাঁকিয়ে ঠান্ডায় এ বছর এক রকম ইতি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, চলতি ২৪ ঘণ্টা একই রকম আবহাওয়া থাকবে। তার পর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পর আবার গরম বাড়বে। হাওয়া অফিস জানাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম দিকে আবার তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে।
সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবসের দিন আবহাওয়া দেখে শীতের বিদায়চিত্র এঁকে ফেলেছিলেন শহরবাসী। কোকিলের ডাককে সঙ্গী করে গুমোট আবহাওয়ায় বাঙালি পালন করেছে সরস্বতী পুজো। কিন্তু তার পর থেকে আবহাওয়ায় সামান্য পরিবর্তন এসেছে। তা টের পাওয়া যাচ্ছে শুক্রবার। আবহবিদরা জানাচ্ছেন, উত্তুরে হাওয়ার জোর খানিকটা বেড়েছে। তার জেরেই গুমোট কেটে চনমনে আবহাওয়া মিলছে শুক্রবার। সারা দিন এমন আবহাওয়াই বজায় থাকবে। হাওয়ার গতি এমনই থাকলে শনিবার তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কিন্তু সেই শীত শীত ভাবও দীর্ঘস্থায়ী হবে না। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবার সর্বনিম্ন তাপমাত্রা খানিক বাড়বে। আগামী সপ্তাহে বুধবারের পর থেকে তা আবার কমতির পথে যেতে পারে।
শীত ভাব পুরোপুরি চলে যাবে না, এমন আশ্বাস দিচ্ছে আলিপুর। কিন্তু জাঁকিয়ে ঠান্ডাও যে এই মরসুমে আর পড়ার কোনও সম্ভাবনা নেই, তা-ও স্পষ্ট। তবে জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও শীত ভাব বজায় থাকবে আসা-যাওয়ার ফাঁদে বন্দি হয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy