Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৪
তারাতলা মেরিন ইনস্টিটিউট

র‌্যাগিংয়ের জেরে সাসপেন্ড দুই ছাত্রী

দু’বছরের মাথায় ফের র‌্যাগিং-এর অভিযোগ উঠল তারাতলা ‘মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’-এ। মধ্যপ্রদেশ থেকে আসা দুই ছাত্রী তাঁদের সিনিয়র দুই ছাত্রীর বিরুদ্ধে র‌্যাগিং-এর অভিযোগ আনলেন। পুলিশ জানায়, প্রথম বর্ষের দুই ছাত্রী ইনস্টিটিউটের ‘অ্যান্টি র‌্যাগিং সেল’-এ মেল করে অভিযোগটি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের ওই সেল মেলটি তারাতলা থানায় পাঠায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ইতিমধ্যেই মেরিন ইনস্টিটিউট কর্তৃপক্ষ অভিযুক্ত দুই ছাত্রীকে এক বছরের জন্য সাসপেন্ড করেছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০০:১৬
Share: Save:

দু’বছরের মাথায় ফের র‌্যাগিং-এর অভিযোগ উঠল তারাতলা ‘মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’-এ। মধ্যপ্রদেশ থেকে আসা দুই ছাত্রী তাঁদের সিনিয়র দুই ছাত্রীর বিরুদ্ধে র‌্যাগিং-এর অভিযোগ আনলেন। পুলিশ জানায়, প্রথম বর্ষের দুই ছাত্রী ইনস্টিটিউটের ‘অ্যান্টি র‌্যাগিং সেল’-এ মেল করে অভিযোগটি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের ওই সেল মেলটি তারাতলা থানায় পাঠায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ইতিমধ্যেই মেরিন ইনস্টিটিউট কর্তৃপক্ষ অভিযুক্ত দুই ছাত্রীকে এক বছরের জন্য সাসপেন্ড করেছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার পাঠানো ওই মেলটিতে প্রথম বর্ষের দুই ছাত্রী জানিয়েছেন, গত কয়েক মাস ধরে দ্বিতীয় বর্ষের দুই ছাত্রী র‌্যাগিং করছেন। ওই দুই ছাত্রীর অভিযোগ, তাঁদের জোর করে সিগারেট খাওয়ানো হত এবং তা ভিডিও করে রাখতেন সিনিয়র দুই পড়ুয়া। পাশাপাশি রবিবার হলেই দ্বিতীয় বর্ষের ওই দুই ‘দিদি’ বাইরে থেকে তাঁদের ঘর তালাবন্ধ করে রাখতেন, যাতে তাঁরা বাইরে বেরোতে না পারেন। প্রথম প্রথম তাঁরা বিষয়টি সহ্য করলেও, পরে তা মাত্রা ছাড়ানোয় ঠিক করেন, কলেজ কর্তৃপক্ষকে লিখিত ভাবে অভিযোগ জানাবেন। এর পরেই গত ২০ তারিখ তাঁরা ইনস্টিটিউটের ‘অ্যান্টি র‌্যাগিং সেল’-এ অভিযোগ জানান।

দু’বছর আগে ২০১৩ সালের অগস্ট মাসে এই ইনস্টিটিউটেরই দুই ছাত্র দ্বিতীয় এবং চতুর্থ বর্ষের কয়েক জন ছাত্রের বিরুদ্ধে র‌্যাগিং-এর অভিযোগ আনেন। সেই সময়ে কর্তৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন এবং সেই কমিটির সুপারিশে হিমাংশু ফুলে এবং জেসু টমাস নামে দুই ছাত্রকে সাসপেন্ড ককরা হয়। এ বার তাই র‌্যাগিং-এর অভিযোগ পাওয়া মাত্রই কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বিষয়টি পুলিশকে জানান। দুই পড়ুয়ার লিখিত অভিযোগের পাশাপাশি ইনস্টিটিউটের রেজিস্ট্রার এবং কর্তৃপক্ষের তরফ থেকেও বৃহস্পতিবার আলাদা ভাবে বিষয়টি থানায় জানানো হয়েছে।

ইন্ডিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধীন তারাতলার ‘মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রির্সাচ ইনস্টিটিউট’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, কলেজের কোনও পড়ুয়া র‌্যাগিং-এর অভিযোগ জানালে, বিষয়টি থানায় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করার দায়িত্ব মূলত কলেজ কর্তৃপক্ষের। এ ক্ষেত্রে সেই নিয়ম মেনেই অভিযোগ পেয়ে থানায় অভিযোগটি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। শুক্রবার ইনস্টিটিউটের ডিরেক্টর মলয়কান্তি ঘোষ বলেন, ‘‘অভিযোগ পেয়ে আমরা ওই হস্টেলের অন্যান্য পড়ুয়াদের পাশপাশি অভিযোগকারিণী এবং অভিযুক্তদের সঙ্গেও কথা বলেছি। প্রাথমিক ভাবে তদন্ত করে অভিযুক্ত দুই ছাত্রীকে আপাতত এক বছরের জন্য সাসপেন্ড করেছি।’’ এর পরে কর্তৃপক্ষ এবং পুলিশ আলাদা আলাদা তদন্ত করবে। ইনস্টিটিউটের তরফ থেকে অভিযোগ পেয়ে এ দিন ডিসি (সাউথ-ওয়েস্ট) রশিদ মুনির খান এবং তারাতলা থানার আধিকারিকেরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা বসেন। পরে রশিদ মুনির খান বলেন, ‘‘এ বিষয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE