Advertisement
২৪ নভেম্বর ২০২৪
Transport Department

ভাইরাস ঠেকাতে জীবাণুনাশক স্প্রে বাসে

শুধু এসি বা ভলভো নয়, সমস্ত বাসই জীবাণুমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০২০ ০৩:২৫
Share: Save:

গণ পরিবহণ থেকে করোনা সংক্রমণ ঠেকাতে তৎপর হচ্ছে রাজ্য পরিবহণ দফতর। কলকাতায় রাজ্য পরিবহণ নিগমের ডিপোগুলিতে শুক্রবার থেকে বাসে জীবাণুনাশক ছড়ানোর কাজ শুরু হয়েছে। পরিবহণ দফতর সূত্রের খবর, কলকাতায় রাজ্য পরিবহণ নিগমের ২৬টি ডিপো রয়েছে। তার মধ্যে এ দিন ১৫টি ডিপোয় ওই কাজ শুরু হয়েছে।

আজ, শনিবার থেকে বাকি ১১টি ডিপোতেও ওই কাজ শুরু হয়ে যাবে। ভাইরাস মোকাবিলার প্রস্তুতি হিসেবে আপাতত নিয়মিত ব্যবধানে ওই কাজ চলবে। হাওড়া, সল্টলেক, পাঁচ নম্বর সেক্টর ছাড়াও করুণাময়ী, নীলগঞ্জ, বেলঘরিয়া, পাইকপাড়া, মানিকতলা, গড়িয়া, কসবা-সহ সব ডিপোতেই ওই কাজ শুরু হচ্ছে। নিগমের আধিকারিকদের দাবি, বছরভর সাধারণ ভাবে বাস পরিচ্ছন্ন রাখার কাজ চললেও করোনা সংক্রমণের আশঙ্কায় তাঁদের একাধিক প্রস্তুতি নিতে হচ্ছে। বাসকর্মীদের কথা ভেবে ভাইরাস মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ করা হতে পারে বলেও খবর।

তবে শুধু এসি বা ভলভো নয়, সমস্ত বাসই জীবাণুমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতায় রাজ্য পরিবহণ নিগমের কমবেশি ৫০০টি বাস প্রতিদিন রাস্তায় নামে। বাসকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে সম্প্রতি জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস-এর পক্ষ থেকে বেসরকারি বাসচালক এবং কন্ডাক্টরদের মাস্ক দেওয়া হয়েছে। রাজ্য পরিবহণ নিগমও তেমন পদক্ষেপ করতে পারে বলে খবর। তবে সতর্কতা নেওয়াকে কেন্দ্র করে কোনও ভাবেই যাতে অযথা আতঙ্ক এবং বিভ্রান্তি না ছড়ায়, সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে খবর। যাত্রীদের ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির উপরে জোর দেওয়া হবে।

অন্য বিষয়গুলি:

Transport Department Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy