Advertisement
২৫ ডিসেম্বর ২০২৪
News Of The Day

মায়ানমারে ভারত লাগোয়া প্রদেশে অনুপ্রবেশের শঙ্কা। বড়দিনে শীত কেমন থাকবে। আর কী কী নজরে

ভারতের মণিপুর লাগোয়া চিন প্রদেশেই মায়ানমারের কুকি-চিন জনগোষ্ঠীর বাস। ফলে সীমান্তের সুরক্ষা এবং অনুপ্রদেশ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। আজ এই খবরে নজর থাকবে।

—ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৬:২৩
Share: Save:

মায়ানমারে ভারত লাগোয়া প্রদেশ বিদ্রোহী গোষ্ঠীর দখলে, অনুপ্রবেশের শঙ্কা

‘আরাকান আর্মি’-সহ মায়ানমারের কয়েকটি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ এবং তাদের সহযোগী ‘চিন ব্রাদারহুড’-এর যৌথবাহিনী সামরিক জুন্টার ফৌজের হাত থেকে চিন প্রদেশ ছিনিয়ে নিয়েছে। ভারতের মণিপুর লাগোয়া এই প্রদেশেই মায়ানমারের কুকি-চিন জনগোষ্ঠীর বাস। ফলে সীমান্তের সুরক্ষা এবং অনুপ্রদেশ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। আজ এই খবরে নজর থাকবে।

নতুন করে আলোচনায় উঠে আসা নিয়োগ দুর্নীতি তদন্ত

পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ এবং নিম্ন আদালতের চার্জ গঠন নিয়ে জটিলতার কারণে ফের এক বার আলোচনায় উঠে এসেছে নিয়োগ দুর্নীতি মামলা। মঙ্গলবার নিম্ন আদালতে ইডির মামলায় চার্জ গঠনের কথা ছিল। কিন্তু চার্জ গঠনের আগে বেশ কয়েক জন অভিযুক্তের আইনজীবী মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি পাচ্ছেন না বলে অভিযোগ। তা নিয়ে মঙ্গলবার বিচার ভবনে বিচারকের কাছে ধমকও খেতে হয় ইডিকে। তদন্তকারী সংস্থার উদ্দেশে বিচারক বলেন, “আপনাদের জন্যই দেরি হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসুন।” এই নথি সরবরাহের কাজ আজ দুপুরের মধ্যেই ইডিকে সারতে বলেছেন বিচারক। আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে। অন্য দিকে, সিবিআই মামলায় হাই কোর্টে জামিনের আবেদন খারিজের পর পার্থেরা কী পদক্ষেপ করেন, সে দিকেও থাকবে নজর।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বড়দিনে বৃষ্টি পাহাড়ে, শীত কেমন থাকবে সমতলে

বড়দিনে দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, তুষারপাতও হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলা শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ডিসেম্বরের শেষেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন গোটা রাজ্যে রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

বাঘিনি জ়িনত কোথায়, কী করছে বন দফতর

পাঁচ দিন পরেও অধরা বাঘিনি ‘জ়িনত’। ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ায় ঢোকে সে। কিন্তু তাকে এখনও বাগে আনতে পারেনি বন দফতর। রাইকা পাহাড়ের কাছেই রয়েছে কেন্দাপাড়া, পোপো, রাহামদা গ্রাম। ওই পাহাড়েই বাঘিনি জ়িনত আছে বলে মনে করছে বন দফতর। মঙ্গলবার বন দফতরের পাতা ফাঁদের খাবার না-খেলেও একটি ছাগল আধখাওয়া অবস্থায় মিলেছে গ্রাম থেকে কিছুটা দূরে। বাঘিনির হানায় বেশ কয়েকটি ছাগল জখম হয়েছে, এই খবর পাওয়ার পরে গ্রামে গিয়ে ছাগলগুলির ক্ষতস্থান পরীক্ষা করেন বনকর্মীরা। দিনভর বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে রাইকা পাহাড়লাগোয়া এলাকায় বাঘিনির উপর কড়া নজরদারি চালানো হয়। বাঘিনির খোঁজ পাওয়া গেল কি না, নজর থাকবে আজও।

মন্দারমণিতে তৃণমূল নেতা খুনের তদন্তে কী উঠে এল

মন্দারমণি বেড়াতে গিয়ে মৃত তৃণমূল নেতা আবুল নাসারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে সোমবার। আর মঙ্গলবার স্বামীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন উত্তর ২৪ পরগনার আমডাঙার আদাহাটা পঞ্চায়েতের উপপ্রধান সুরাইয়া পরভিন। তাঁর অভিযোগ, পুলিশ ‘আসল’ ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে। পাশাপাশি, স্বামীর মৃত্যুর ঘটনায় ধৃত যুবককে ‘নিরীহ’ এবং ‘নিজের লোক’ বলে দাবি করেছেন তিনি। পুলিশের অবশ্য দাবি, নিরপেক্ষ ভাবে তদন্ত চলছে। এক অভিযুক্তের খোঁজ চলছে। মন্দারমণি-কাণ্ডে নতুন কী উঠে আসে, নজর থাকবে সে দিকে।

অন্য বিষয়গুলি:

News of the Day Recruitment Scam Zeenat TMC Christmas 2024 Mandarmani Myanmar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy