ব্যস্ত সময়ে দমদমে পয়েন্ট বিকল হওয়ায় শনিবার সকালে প্রায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল ব্যাহত হল শিয়ালদহ মেন শাখায়। এ দিন সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ দমদম স্টেশনে ঢোকার মুখে শিয়ালদহ মেন শাখার ২৩৫ নম্বর পয়েন্টটি বিকল হয়ে যায়। এর জেরে দমদম থেকে একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।
তবে, সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়তে হয় শিয়ালদহ-রানাঘাট শাখার যাত্রীদের। একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। শিয়ালদহ থেকে মেন এবং উত্তরে বিভিন্ন শাখায় ট্রেন চলাচলের ক্ষেত্রে বিলম্ব হয়। ব্যস্ত সময়ে বহু যাত্রী মাঝপথে আটকে পড়েন। শনিবার হওয়ায় যাত্রীদের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় সামান্য কম হলেও অনেককেই ভোগান্তির মুখে পড়তে হয়। ঘণ্টাখানেক পরে, সকাল ৯টা ৫৬ মিনিট নাগাদ পয়েন্টের সমস্যা মেটে। তার পরে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ওই বিপত্তির কারণে এ দিন ৩০টিরও বেশি লোকাল ট্রেনের সময়ানুবর্তিতা ক্ষতিগ্রস্ত হয়।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)