কবি সুভাষগামী মেট্রো তখন সবে প্ল্যাটফর্মে ঢুকেছে। এমন সময়ে আচমকাই জোরে ব্রেক কষলেন চালক। মেট্রোর যাত্রীরা দেখলেন, কী নিয়ে যেন প্ল্যাটফর্মে হুলস্থূল পড়ে গিয়েছে। ট্রেনের দরজা খুলতেই নেমে এলেন তাঁরা। দেখলেন, চাকায় জড়িয়ে গিয়েছে এক তরুণীর দেহ! মেট্রোর তলা থেকে ভেসে আসছে একটি শিশুর কান্নার আওয়াজ।
শনিবার রাত ৯টা ৭ মিনিটে নেতাজি ভবন স্টেশনের ঘটনা। পুলিশ জানায়, থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মেট্রোর এক কর্মী বছর পাঁচেকের ওই শিশুটিকে উদ্ধার করেন। মাথায় আঘাত নিয়ে এসএসকেএমে চিকিৎসাধীন সে। অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, মৃতার নাম মৌ দাস (২৬)। রাতেই মেট্রোর তলা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। জখম শিশুটি তারই ছেলে। বেহালার রায়বাহাদুর রোডের বাসিন্দা ওই তরুণী কেন সন্তানকে নিয়ে আত্মঘাতী হতে গেলেন, তা জানা যায়নি।
দিন কয়েক আগেই সল্টলেকের ইই ব্লকের একটি আবাসনে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর পেটের সঙ্গে ৯ মাসের সন্তানের দেহ বাঁধা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন মেট্রো আসার আগে ছেলেকে নিয়ে মৌদেবী প্ল্যাটফর্মেই ঘুরছিলেন। মেট্রোটি প্ল্যাটফর্মে ঢোকার পরেই আচমকা ছেলেকে নিয়ে ঝাঁপ দেন তিনি। তা দেখে প্ল্যাটফর্মের অন্য যাত্রীরা চিৎকার করে ওঠেন। গতি কম থাকায় চালক ব্রেক কষেছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। মেট্রোর কর্মীদের ধারণা, শিশুটি কোনও ভাবে লাইনের মাঝে পড়ে যাওয়ায় বেঁচে গিয়েছে। ঘটনার জেরে মেট্রো চলাচল ব্যাহত হয়। বাড়ি ফেরার পথে বিপদে পড়েন বহু মানুষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy