(বাঁ দিকে) শিয়ালদহ আদালতে ধৃত সিভিক ভলান্টিয়ার। প্রিজ়ন ভ্যানে তোলার পর চিৎকার অভিযুক্তের (ডান দিকে)। সোমবার দুপুরে। ছবি: সংগৃহীত।
আরও এক বার নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করলেন আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার। সোমবার শিয়ালদহ আদালতে ধৃত সিভিকের বিরুদ্ধে চার্জ গঠন হয়। তার পর তাঁকে প্রিজ়ন ভ্যানে তোলা হলে ধৃত সিভিক চিৎকার করে বলতে থাকেন, “আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।” একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ‘ফাঁসানোর’ অভিযোগও তুলেছেন তিনি।
এই প্রসঙ্গে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বলেন, “আমি এত দিন চুপচাপ ছিলাম। আমি কিন্তু রেপ (ধর্ষণ) অ্যান্ড (এবং) মার্ডার (খুন) করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এত দিন চুপচাপ ছিলাম।” একই সঙ্গে তাঁর সংযোজন, “আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে। যে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্টও আমায় ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ।”
সোমবার দুপুরেই শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয় আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে। চারদিকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ। তার মাঝেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় ধৃত সিভিককে।
সোমবার দুপুর ২টো নাগাদ ধর্ষণ এবং খুনের একাধিক ধারায় ধৃত সিভিকের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়। ঘটনার ৮৭ দিন এবং সিবিআইয়ের চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় ওই মামলায় চার্জ গঠন সম্পন্ন হয়েছে। তার পর শুরু হবে বিচারপ্রক্রিয়া। আদালতে জানানো হয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে ওই মামলায় শুনানি শুরু হতে চলেছে। শুনানি চলবে রোজ। আদালত সূত্রে খবর, বিচারকের সামনেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুনকাণ্ডে একমাত্র অভিযু্ক্ত ধৃত ওই সিভিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy