নবগঠিত বিধাননগর পুরনিগমের নির্বাচনের জন্য ৩ অক্টোবর দিনটি ধার্য করার প্রস্তাব দিল নির্বাচন কমিশন। আজ, শুক্রবার সর্বদলীয় বৈঠকের পরে পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রের খবর।
কমিশন সূত্রে খবর, ৬ লক্ষ ৩০ হাজারের বেশি জনসংখ্যাকে বিবেচনায় রেখে সীমানা পুনর্বিন্যাস হবে। সেই নিরিখে বিধাননগর পুরনিগমের ৪১টি ওয়ার্ড তৈরি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি ওয়ার্ডে সম্ভাব্য ভোটার সংখ্যা সাড়ে ১৫ হাজার। যার মধ্যে প্রস্তাব মোতাবেক রাজারহাট-গোপালপুর পুর-এলাকায় ২৬টি, সল্টলেকে ১৪টি ও মহিষবাথান পঞ্চায়েত এলাকায় ১টি ওয়ার্ড হতে চলেছে।
সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছে। সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে ১৬ জুলাই উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে বিধাননগর পুরনিগমের সীমানা পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাব পাঠানো হবে। ২২ জুলাই পর্যন্ত সেই প্রস্তাবের উপর বিভিন্ন রাজনৈতিক দলগুলির অভিযোগ, পরামর্শ শোনা হবে। ২২ থেকে ২৫ জুলাই চলবে শুনানি। ২৬ জুলাই সামগ্রিক প্রস্তাব যাবে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। পাশাপাশি, কী ভাবে গোটা প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে, তা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হবে বলে খবর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy