Advertisement
০৮ নভেম্বর ২০২৪

পুর অর্থ খরচ করতে বিশেষ বৈঠক

চলতি আর্থিক বছরে (২০১৮-১৯) নগরোন্নয়ন দফতরের মাধ্যমে কলকাতা পুরসভায় বরাদ্দ করা হয়েছে প্রায় ৪৩৪ কোটি ৫৫ লক্ষ টাকা। এর মধ্যে ১৪তম অর্থ কমিশন দিয়েছে ২৩৯ কোটি টাকা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৩:৪৯
Share: Save:

বছর শেষের আগেই বরাদ্দ টাকা যেন খরচ হয়, তা কলকাতা পুর প্রশাসনকে স্মরণ করিয়ে দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। বুধবার পুরভবনে এসে পুর কমিশনার খলিল আহমেদ-সহ পদস্থ অফিসার ও ডিজি-দের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব সুজাতা ঘোষ-সহ একাধিক অফিসার। পুরসভা সূত্রের খবর, গত বছর গ্রিন সিটি-সহ একাধিক প্রকল্পে কলকাতার জন্য অর্থ বরাদ্দ করেছিল নগরোন্নয়ন দফতর। কিন্তু ২০১৭-’১৮ আর্থিক বছরের শেষে দেখা যায়, প্রায় ২৯০ কোটি টাকা খরচই করতে পারেনি পুর-প্রশাসন। টাকার অভাবে পুর পরিষেবার অনেক কাজ আটকে রয়েছে, এমন কথা বারবার শুনতে হয়েছে জনপ্রতিনিধিদের। তাই গত বছর টাকা ফেরত যাওয়ার বিষয়টি জানাজানি হতেই কাজের ঢিলেমি নিয়ে প্রশ্ন ওঠে পুর মহলে।

চলতি আর্থিক বছরে (২০১৮-১৯) নগরোন্নয়ন দফতরের মাধ্যমে কলকাতা পুরসভায় বরাদ্দ করা হয়েছে প্রায় ৪৩৪ কোটি ৫৫ লক্ষ টাকা। এর মধ্যে ১৪তম অর্থ কমিশন দিয়েছে ২৩৯ কোটি টাকা। পুর এলাকার উন্নয়নের জন্য ৫৯ কোটি, জল সরবরাহের জন্য ৫২ কোটি, শহুরে রোজগার যোজনা খাতে ৪০ কোটি, রাজ্যের তৃতীয় অর্থ কমিশন থেকে ৩৮ কোটি টাকা দেওয়া হয়েছে। পুর প্রশাসনকে জানানো হয়েছে, ৩১ মার্চ চলতি আর্থিক বছর শেষ হচ্ছে। হাতে আর মাত্র কয়েকটি দিন। যত দ্রুত সম্ভব বরাদ্দ টাকা ব্যবহার করে নিয়ম মেনে কাজ শেষ করতে হবে। তা না হলে বারবার টাকা ফেরত যাওয়া পুর প্রশাসনের পক্ষে বদনামের। অন্য প্রকল্পে আরও টাকা প্রয়োজন হলে তা-ও দেওয়া হবে বলে এ দিন জানানো হয় নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে।

অন্য বিষয়গুলি:

KMC KMC Projects
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE