Advertisement
০৪ নভেম্বর ২০২৪

শীতের ছুটিতে শহর ঘুরতে চান? নয়া বাস পরিষেবা চালুু করছে রাজ্য

চিড়িয়াখানা, ইকোপার্ক, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, ময়দান, সায়েন্স সিটি, নিকো পার্কের মতো বিভিন্ন গন্তব্য ছুঁয়ে শনি এবং রবিবার ছাড়াও শীতের ছুটিতে চলবে ওই বাস। পরিবহণ দফতর সূত্রের খবর, ৪০টির মতো রুটে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ওই পরিষেবা মিলবে।

পরিবহণ দফতর সূত্রের খবর, ৪০টির মতো রুটে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ওই পরিষেবা মিলবে।—ফাইল চিত্র।

পরিবহণ দফতর সূত্রের খবর, ৪০টির মতো রুটে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ওই পরিষেবা মিলবে।—ফাইল চিত্র।

ফিরোজ ইসলাম
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ০০:১৫
Share: Save:

পুজোর পরে আসন্ন শীতের ছুটি উপলক্ষেও এ বার বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর।

চিড়িয়াখানা, ইকোপার্ক, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, ময়দান, সায়েন্স সিটি, নিকো পার্কের মতো বিভিন্ন গন্তব্য ছুঁয়ে শনি এবং রবিবার ছাড়াও শীতের ছুটিতে চলবে ওই বাস। পরিবহণ দফতর সূত্রের খবর, ৪০টির মতো রুটে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ওই পরিষেবা মিলবে। চালু রুটগুলির কিছুটা পরিবর্তন করে বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি কয়েকটি রুটে কিছু শাট্‌ল পরিষেবা দেওয়ার পরিকল্পনাও করেছে পরিবহণ দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস মিলে গেলে কয়েক দিনেই জাঁকিয়ে শীত পড়বে শহরে। তখন চিড়িয়াখানা, ইকোপার্ক, ময়দানের মতো গন্তব্যে ভিড় উপচে পড়বেই। পরিবহণ দফতরের আধিকারিকদের মতে, এ সব জায়গায় যাতায়াতের জন্য রুটগুলিকে বিশেষ ভাবে সাজানো হয়েছে। যাতে শীতের শহরের প্রায় সব দ্রষ্টব্যকেই ছুঁয়ে যাওয়া যায়। পরিবহণ দফতরের আধিকারিকদের দাবি, বড়দিনের ছুটিতে মূলত ৩-৪টি জায়গাকে কেন্দ্র করেই ভিড় হয়। এই তালিকায় চিড়িয়াখানা এবং নিউ টাউনের ইকোপার্কের মতো রয়েছে ময়দান এলাকাও। ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট পল্‌স ক্যাথিড্রাল, পার্ক স্ট্রিট, তারামণ্ডল এবং কিছুটা দূরে নিউ মার্কেটে ছড়িয়ে থাকে ময়দান চত্বরের ভিড়। ফলে একসঙ্গে একাধিক গন্তব্য ছুঁয়ে যাবে বাসগুলি। যেমন ইকোপার্কে যাওয়ার বাস ই এম বাইপাসে সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটা হয়ে সেক্টর ফাইভ ঘুরে নিউ টাউনের দিকে যাওয়ার পথে নলবন, নিকো পার্ক ছুঁয়ে যাবে। এ ছাড়াও, দক্ষিণেশ্বর-বেলুড় মঠ এবং বাগবাজারগামী ভিড়ের কথা ভেবেও অতিরিক্ত বাস থাকছে।

কোন কোন রুটের বাস কোথায় যাচ্ছে? পরিবহণ দফতর সূত্রের খবর, ইকোপার্ক এবং সংলগ্ন বিভিন্ন গন্তব্য ছুঁয়ে যাবে এসি-২৩, এস-২৩, এস-২২, এস-৩ ডব্লিউ, এসি-৩৭ এ, এ সি-৩৬ রুটের বাস। জোকা এবং হাওড়া থেকে চিড়িয়াখানা আসার জন্য থাকছে এসি-১২। বেহালা বা কলকাতা স্টেশন থেকে চিড়িয়াখানা আসার জন্য থাকবে এস-৪৫ রুটের বাস। এ ছাড়াও হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে চি়ড়িয়াখানাগামী বাস চলবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরগামী যাত্রীদের জন্য থাকছে এসি-৫০, এসি-৫০ এ, এস-২৩, এস-৫৭, এস ১৭ এ রুটের বাস। এর মধ্যে এসি-৫০ এ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর হয়ে বেলুড় মঠে যাবে।

আগামী শনিবার এবং রবিবার ছাড়াও ২৫, ২৯, ৩০, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি এই পরিষেবা মিলবে। আগামী সপ্তাহের গোড়ায় পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন বলে পরিবহণ দফতর সূত্রে খবর।

অন্য বিষয়গুলি:

Bus Service WBTC Winter Tourist Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE