সোনিকা সিংহ চৌহান।— ফাইল চিত্র।
প্রচলিত প্রবাদকেই ফের যেন সত্যি প্রমাণ করল মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যু।
ঠিক এক মাস আগে লেক মলের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সোনিকার। সে দিন চালকের আসনে থাকা অভিনেতা বিক্রম এখন অনেকটাই ট্রমা মুক্ত। আসন্ন ছবি ‘খোঁজ’-এর প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে। না! ওই ঘটনার পর প্রকাশ্যে সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে প্রচার করছেন না বিক্রম। সে সব সামলাচ্ছেন পরিচালক অর্ঘ্য গঙ্গোপাধ্যায়। তবে টেলিভিশন শো-এ এসে বা ঘনিষ্ঠ মিডিয়ায় নিয়ম মেনেই প্রচার করছেন বিক্রম। ঘটনার পর পরই ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের শুটিংও শেষ করেছেন তিনি। অর্থাত্ তাঁর জীবন চলছে নিজস্ব নিয়মেই। কাজে ফিরেছেন তিনি।
আরও পড়ুন, আপনি নাটক করছেন বিক্রম, লিখলেন রুক্মিণী
‘ইচ্ছেনদী’র শেষ দিনের শুটিংয়ে বিক্রম। ছবি: ফেসবুকের সৌজন্যে।
শুধু একটা জায়গায় জীবন যেন থমকে গিয়েছে। থমকে রয়েছে চৌহান পরিবারের ভাল থাকার মুহূর্ত। একমাত্র মেয়েকে হারিয়ে বিচারের অপেক্ষায় রয়েছেন সোনিকার বাবা-মা। মেয়ের স্মৃতি ছড়িয়ে রয়েছে কলকাতার বাড়িতে। সেখানে থাকতে পারছেন না কোনও ভাবেই। তাই বাধ্য হয়েই শহর ছেড়েছিলেন চৌহান দম্পতি। সূত্রের খবর, বেঙ্গালুরুতে ছিলেন তাঁরা। সোনিকার ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়রা পুলিশের আচরণে কিছুটা অবাক! দিন কয়েক আগে সোনিকার সমাধিস্থলে গিয়ে বিক্রমের বসে থাকাটাও তাঁদের অনেকের কাছেই মনে হয়েছে লোক দেখানো। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিক্রমকে কটাক্ষ করে মুখও খুলেছিলেন সোনিকার ঘনিষ্ঠ বান্ধবী মডেল রুক্মিণী। তিনি লিখেছিলেন, ‘বিক্রম নাটক করছেন’। চৌহান পরিবারের ঘনিষ্ঠ ত়ৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এখনও নিজের টুইটার প্রোফাইল পিকচারে সোনিকার ছবি রেখে দিয়েছেন। সোনিকার পরিবার ও আত্মীয়েরা চাইছেন, তদন্তে আসল সত্যিটা বেরিয়ে আসুক। কিন্তু আদরের ‘সোনু’র মৃত্যুর একমাস পরেও তাঁরা অথৈ জলে!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy