Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

৩ কোটির সোনা-সহ ধৃত তিন

ডিআরআই সূত্রের খবর, ওই সোনা কয়েক দিন আগে বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাপথে উত্তর ২৪ পরগনা হয়ে কলকাতায় পৌঁছয়। ধৃত মুনাব্বর আলম, মহম্মদ ফয়জল ও মহম্মদ আলতাফ সোনা নিতে দু’দিন আগে কলকাতায় পৌঁছন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ০৪:৩১
Share: Save:

হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে থেকে তিন কোটি টাকারও বেশি মূল্যের চোরাই সোনা উদ্ধার করল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। ওই ঘটনায় গ্রেফতার হয়েছেন উত্তরপ্রদেশের তিন যুবক।

ডিআরআই সূত্রের খবর, ওই সোনা কয়েক দিন আগে বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাপথে উত্তর ২৪ পরগনা হয়ে কলকাতায় পৌঁছয়। ধৃত মুনাব্বর আলম, মহম্মদ ফয়জল ও মহম্মদ আলতাফ সোনা নিতে দু’দিন আগে কলকাতায় পৌঁছন। মঙ্গলবার গাড়িতে সোনা নিয়ে সড়কপথে কানপুর রওনা হন তাঁরা। খবর পেয়ে রাতেই কোনা এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছিলেন ডিআরআই-এর অফিসারেরা। সেখানে গাড়ি-সহ ধরা হয় তিন জনকে।

ডিআরআই সূত্রের খবর, গাড়ির পিছনের আসনের মাঝে হাত রাখার জায়গায় কুঠুরি করে লুকনো ছিল সোনা। গাড়ি আটকানোর পরে প্রথমে সোনা পাচারের কথা অস্বীকার করেন তিন যুবক। পরে জেরার মুখে কুঠুরি দেখিয়ে দেন। অফিসারেরা দেখেন, সোনা রাখার কুঠুরিতে তালা লাগানো রয়েছে। সেই তালার চাবি ছিল গাড়ির চাবির সঙ্গেই। কুঠুরি থেকে পাওয়া দু’টি কাপড়ের ফাঁপা বেল্টের একটিতে ছিল ছ’টি সোনার বার ও একটি ছোট টুকরো। অন্যটিতে ছিল দু’টি সোনার বার। প্রতিটি সোনার বার আঠালো টেপ দিয়ে মোড়া। সব মিলিয়ে উদ্ধার হয় ৮ কিলোগ্রাম ১৯ গ্রাম সোনা। যার বাজারদর ৩ কোটি ১৯ লক্ষ ২০ হাজার ৭৫৮ টাকা বলে জানিয়েছে ডিআরআই। এ ছাড়াও তিন জনের কাছ থেকে নগদ ১৩ হাজার ৯০০ টাকা মিলেছে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। বাংলাদেশ সীমান্ত থেকে কারা এই সোনা আলতাফদের হাতে তুলে দিয়েছিল, তার খোঁজ শুরু হয়েছে।

অন্য বিষয়গুলি:

Gold Recovered Kona Expressway Smuggled Gold Arreste
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy