Advertisement
২৫ জানুয়ারি ২০২৫
Amit Shah's Comments on B R Ambedkar

অম্বেডকরকে নিয়ে অমিত শাহের মন্তব্য, প্রতিবাদে রাজ্য জুড়ে ধিক্কার কর্মসূচি তৃণমূলের

গত সপ্তাহে নিজের এক্স হ্যান্ডলে শাহের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল-সহ প্রতিবাদে সোচ্চার হলেন তৃণমূলের নেতা-কর্মীরা।

TMC protested against Amit Shah\\\\\\\'s comments on B R Ambedkar

(বাঁ দিকে) শাহের আম্বেডকর মন্তব্যের প্রতিবাদ কর্মসূচিতে সুব্রত বক্সী, অমিত শাহ (ডান দিকে)। —ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৩
Share: Save:

সংবিধান দিবস নিয়ে সংসদের আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বিআর আম্বেডকর প্রসঙ্গে বিরূপ তথা অবমাননাকর মন্তব্য করেছেন। এই অভিযোগে সরব হয়েছিল এআইসিসি। আর সোমবার তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে সুর চড়াল বাংলার শাসকদল তৃণমূল। গত সপ্তাহে নিজের এক্স হ্যান্ডলে শাহের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল-সহ প্রতিবাদে সোচ্চার হলেন তৃণমূলের নেতা-কর্মীরা।

সোমবার দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত এই কর্মসূচি পালিত হল। প্রধান কর্মসূচি আয়োজিত হল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে। ধর্মতলায় অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করে নেতা-কর্মীদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি করেন তিনি। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘আমাদের নেত্রীর নির্দেশে সারা পশ্চিমবঙ্গে ধিক্কার মিছিল এবং ধিক্কার কর্মসূচি পালিত হচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি কেন্দ্রের বর্তমান শাসকদল বিজেপিকে। তাদের মন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা আম্বেডকর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, আমরা তাঁর সেই মন্তব্যের প্রতিবাদ করছি।’’ তিনি আরও বলেন, ‘‘অম্বেডকর দলিত সমাজ থেকে উঠে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সংবিধান রচনার জন্য যে কমিটি তৈরি হয়েছিল, এবং তাঁর নেতৃত্বেই ভারতবর্ষের সংবিধান সবাইকে নিয়ে পথ চলার দিশা পেয়েছিল। সেই সময় আরএসএস, জনসঙ্ঘ এবং পরে বিজেপি তাঁর বিরোধিতা করেছে এবং করছে। সেই ঘৃণাই যেন প্রকাশ পেয়েছে অমিত শাহের কথায়।’’

অন্য বিষয়গুলি:

Ambedkar Remarks Row Subrata Bakshi Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy