উদ্যোগ: কাজ চলছে।নিজস্ব চিত্র
বর্ষায় জমা জলে রাস্তার অবস্থা খারাপ হলেও তা বুঝতে পারেন না পথচারী, গাড়িচালকেরা। কোথাও রাস্তার পিচ উঠে বড় গর্ত হয়েছে। সেখানে জল জমে ডোবার চেহারা নেয়। রাস্তা সংলগ্ন নর্দমার অবস্থা বেহাল থাকায় জমা জল বেরোতে পারে না।
প্রতি বছর বর্ষায় বিভিন্ন পুর এলাকাতেই এমনই নানা সমস্যার ফলে ভোগান্তি হয় সাধারণ মানুষের। দমদমও তার ব্যতিক্রম নয়। তবে বিগত বছরগুলি থেকে অভিজ্ঞতা নিয়ে এ বার আগে থাকতেই কোমর বেঁধে নেমেছে দমদম পুরসভা। মাস খানেক আগে থেকেই ওই পুর এলাকায় ২০ টি ওয়ার্ডের (বাকি ২টি ওয়ার্ডের রাস্তা ও নিকাশির দেখভাল করে এয়ারপোর্ট অথরিটি এবং গান অ্যান্ড শেল সংস্থা) রাস্তা এবং নিকাশির উন্নয়নে কাজ শুরু হয়েছে।
দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট বলেন, ‘‘পুরো কাজের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্ষায় যাতে নাগরিকদের ভোগান্তি না হয় তাই এই উদ্যোগ।’’ তিনি জানান, বছরের গোড়াতেই পুরসভার তরফে ২০টি ওয়ার্ডের সমস্ত রাস্তা ও নর্দমার সমীক্ষা করে দেখা হয়েছে কোথায় কী কাজ করতে হবে। তাতে দেখা গিয়েছিল, কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে, কোথাও কংক্রিটের আস্তরণ ভেঙে গিয়েছে। আবার নিকাশি নালার ক্ষেত্রে কোথাও প্রয়োজন পলি তোলার, কোথাও আবার নর্দমার ধার ভেঙে গিয়েছিল।
পুরসভা সূত্রের খবর, এই সমীক্ষার পরেই সিদ্ধান্ত হয় পুরোদমে বর্ষা আসার আগেই ওই সব কাজ শেষ করতে হবে। সেই মতো মাস খানেক আগে থেকে নির্মল সেনগুপ্ত সরণি, বিবেকানন্দ সরণি, এস সি মুখার্জি রোড, এইচ এম ভি থেকে জেশপ গেট-সহ বেশ কয়েকটি রাস্তায় পিচ, কংক্রিটের কাজ হচ্ছে। আর নিকাশি নালা থেকে পলি তোলার পাশাপাশি পাড় বাঁধানোর কাজও করা হচ্ছে। এছাড়াও এলাকার বেশ কয়েকটি পুকুর সংস্কারেও হাত দিয়েছে পুরসভা। দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিংহ বলেন, ‘‘বর্ষায় নাগরিকদের ভোগান্তি যাতে না হয় সেটাই আমাদের প্রধান লক্ষ্য। তাই এ বার অনেক আগে থেকেই ওই বিষয়টি নিয়ে পরিকল্পনা করা হয়েছিল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy