Advertisement
০৪ নভেম্বর ২০২৪

পঞ্চমীতে রেকর্ড ভিড় মেট্রোয়

শুক্রবার সন্ধ্যায় কিছু সময়ের ব্যবধানে থার্ড রেলে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় গিরিশ পার্ক ও রবীন্দ্র সদনে পরিষেবা সাময়িক ব্যাহত হয়। যদিও তাতে ভিড়ে ভাটা পড়েনি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ ০২:৫৯
Share: Save:

পঞ্চমীতে যাত্রী-সংখ্যার নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলল মেট্রো। বৃহস্পতিবার দিনভর ৯ লক্ষ ২৮ হাজার যাত্রী মেট্রো চড়েছেন বলে খবর, যা গত বছরের ষষ্ঠীর রেকর্ডকেও ভেঙে দিয়েছে। গত বছর ওই দিন মেট্রোর যাত্রী-সংখ্যা ছিল ৯ লক্ষ ৭ হাজার। শুক্রবার মেট্রোর তরফে ফেসবুকে জানানো হয়েছে, ষষ্ঠীর রাত ৯টা পর্যন্ত মোট যাত্রী হয়েছে ৭ লক্ষ ৬৮ হাজার।

শুক্রবার সন্ধ্যায় কিছু সময়ের ব্যবধানে থার্ড রেলে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় গিরিশ পার্ক ও রবীন্দ্র সদনে পরিষেবা সাময়িক ব্যাহত হয়। যদিও তাতে ভিড়ে ভাটা পড়েনি। মেট্রো সূত্রের খবর, বিভ্রাটের কারণে চারটি ট্রেন কম চলেছে। মোট ২৮৮টি ট্রেন চালানোর কথা থাকলেও চলেছে ২৮৪টি। এ দিন মেট্রোর আয় হয়েছে ৯৫ লক্ষ ৬৬ হাজার টাকা। এই অঙ্কও মেট্রোর এক দিনের আয়ের নিরিখে তৃতীয় সর্বোচ্চ

অন্য বিষয়গুলি:

Kolkata Metro Metro Railway Durga Puja 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE