সাইবার প্রতারকদের ঠেকাতে কলকাতা পুলিশ সাইবার অপরাধ বিভাগকে থানা-সহ ছ’ভাগে ভাগ করে দিয়েছে। প্রতিটি বিভাগের দায়িত্বে থাকছেন এক-দু’জন করে ইনস্পেক্টর। মূলত সাইবার অপরাধ ঠেকানো ও দ্রুত কিনারা করতেই ওই শাখাগুলি খোলা হয়েছে। যেগুলি শুক্রবার থেকেই কাজ শুরু করেছে। বর্তমানে সাইবার বিভাগের দায়িত্বে আছেন উপ-নগরপাল (সাইবার)। ওই শাখা খোলার সঙ্গেই সাইবার জালিয়াতি রুখতে যুগ্ম নগরপাল (সাইবার) পদও তৈরি করতে চাইছে লালবাজার। ওই প্রস্তাব পাঠানো হয়েছে।
শনিবার আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে নগরপাল মনোজ বর্মা বলেন, ‘‘কলকাতা পুলিশে যুগ্ম নগরপাল (সাইবার) ও যুগ্ম নগরপাল (লিগাল) হিসাবে দু’টি নতুন পদ তৈরি করা হচ্ছে। আশা করছি, আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশ হয়ে যাবে।’’
রাজ্য পুলিশ সাইবার অপরাধ ঠেকাতে ও কিনারা করতে পৃথক সাইবার ক্রাইম উইং (সিসিডব্লিউ) খুলেছে। যার মাথায় রয়েছেন এক জন এডিজি। কলকাতা পুলিশের কর্তারা জানিয়েছেন, সিসিডব্লিউ-র মতোই সাইবার শাখাকেও ঢেলে সাজানো হয়েছে। তদন্তের স্বার্থে ছোট ছোট শাখা করা হয়েছে সাইবার বিভাগে। এডিজি (সাইবার)-র মতো যার মাথায় থাকবেন যুগ্ম নগরপাল (সাইবার)।
লালবাজার সূত্রের খবর, সাইবার বিভাগের ওই নতুন শাখার বিজ্ঞপ্তি জারি করার সঙ্গেই শুক্রবার সেখানে পুলিশকর্মী এবং অফিসারদের পোস্টিং দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, চলতি মাসেই কলকাতা পুলিশের সাইবার বিভাগের সদ্য গঠিত সব শাখা পুরোদমে কাজ শুরু করবে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)