Advertisement
০৪ নভেম্বর ২০২৪

মেট্রো বিভ্রাট

সিগন্যাল বিভ্রাটে ফের বিপর্যস্ত মেট্রো চলাচল। মেট্রো সূত্রে খবর, রবিবার রাত ৯টা ৫ নাগাদ মহানায়ক উত্তমকুমার স্টেশনে সিগন্যালের সমস্যা শুরু হয়। আপ ও ডাউন লাইনে অনিয়মিত ট্রেন চলতে শুরু করে

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০১:০৫
Share: Save:

সিগন্যাল বিভ্রাটে ফের বিপর্যস্ত মেট্রো চলাচল। মেট্রো সূত্রে খবর, রবিবার রাত ৯টা ৫ নাগাদ মহানায়ক উত্তমকুমার স্টেশনে সিগন্যালের সমস্যা শুরু হয়। আপ ও ডাউন লাইনে অনিয়মিত ট্রেন চলতে শুরু করে। ৯টা ২০ মিনিটের পরে দু’দিকেই মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

মেট্রো সূত্রে খবর, মহানায়ক উত্তমকুমার স্টেশনে এখন তিনটি প্ল্যাটফর্ম, যার একটি নবনির্মিত। ফলে ওখানে সব রেল পয়েন্ট ও সিগন্যাল পাল্টাতে হয়েছে। কিছু যান্ত্রিক ত্রুটিও ধরা পড়েছে। তেমনই ত্রুটির কারণে এ দিনের বিভ্রাট। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, রবিবার এই সময়ে মেট্রো ১৫ মিনিট অন্তর চলে। তাই তেমন ক্ষতি হয়নি। ৯টা ৪০ নাগাদ ওই সিগন্যাল মেরামতির পরে মেট্রো স্বাভাবিক হয়।

অন্য বিষয়গুলি:

traffic signal metro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE