পুলিশের গাড়ি দেখে গতি বাড়িয়ে দিয়েছিলেন ব্যক্তিগত গাড়ির চালক। শুক্রবার গভীর রাতে সেই গাড়ির পিছু ধাওয়া করতে গিয়ে শেষে মার খেল পুলিশ। সরকারি কাজে বাধা দান এবং কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগে ওই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।
বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, রাত আড়াইটে নাগাদ জোড়া মন্দিরের কাছে ভিআইপি রোডের কলকাতামুখী রাস্তায় একটি অ্যাপ-ক্যাবকে ধাক্কা মারে ব্যক্তিগত গাড়িটি। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে চলে আসে বিধাননগর থানার টহলদার ভ্যান। পুলিশের গাড়ি দেখতে পেয়ে ওই ব্যক্তিগত গাড়ির চালক গতি বাড়িয়ে দেন। তা দেখে গাড়িটির পিছু নেন কর্তব্যরত পুলিশকর্মীরা। পুলিশ সূত্রের খবর, ৪৪ নম্বর বাসস্ট্যান্ডের দিকে কিছুটা এগিয়ে আচমকা রাজারহাট রোড ধরে গাড়িটি। সেখান থেকে আবার কলকাতার দিকে মুখ ঘুরিয়ে নেন গাড়ির চালক। শেষ পর্যন্ত সরু রাস্তা ধরে জ্যাংড়ার দিকে যাওয়ার সময়ে আবর্জনায় গাড়ির চাকা আটকে যায়। তখনই গাড়িটিকে ধরে ফেলেন পুলিশকর্মীরা।
অভিযোগ, গাড়ি নিয়ে কেন পালাচ্ছিলেন, তা নিয়ে জিজ্ঞাসাবাদের মধ্যেই এক কনস্টেবলের নাকে ঘুসি চালিয়ে দেন চালক লক্ষ্মণ পোদ্দার। ওই গাড়িতে আরও দু’জন ছিলেন। তাঁরাও পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ। মারধরে কনস্টেবলের চোখেও আঘাত লেগেছে বলে খবর। সহকর্মীকে উদ্ধার করে লক্ষ্মণ পোদ্দার, পাপাই বর্মণ ও তাঁদের আর এক সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy