Advertisement
০৩ নভেম্বর ২০২৪

সোশ্যাল মিডিয়ার পোস্টে নজরদারি

টালিগঞ্জের এক তরুণীর সম্প্রতি চোখে পড়ে এই পোস্টটি। তিনি বলেন, ‘‘রাতে অনেক সময়ে নিরাপত্তার অভাব বোধ করি। সেখানে এমন পোস্ট দেখে অনেকেই বিপথে যেতে পারেন। পুলিশের উচিত দ্রুত পদক্ষেপ করা।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ০৭:২০
Share: Save:

সাইবার দুনিয়ায় উস্কানিমূলক প্রচার ঠেকাতে গিয়ে সম্প্রতি মামলার গেরোয় পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার সোশ্যাল মিডিয়ায় পরিষেবা এবং প্রতিশ্রুতিমূলক যে কোনও প্রচারেই নজর রাখতে শুরু করছে কলকাতা পুলিশ। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ঘিরে এমনই সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

কী বলা হয়েছে ওই পোস্টে?
দেখা গিয়েছে, সেখানে একটি মোবাইল নম্বর দেওয়া। পাশে লেখা রয়েছে, রাতে কোনও মহিলা একা ট্যাক্সি অথবা অটোতে ওঠার সময়ে ওই মোবাইল নম্বরে এসএমএস করে যেন গাড়ির নম্বর জানিয়ে দেন। তা হলে সেই ট্যাক্সি বা অটোকে জিপিআরএস-এর মাধ্যমে নজরে রাখা হবে। কিন্তু কে নজর রাখবে, এমনকী ওই মোবাইল নম্বরটিরও কোনও বৈধতা আছে কি না, তা বলা নেই ওই পোস্টে।

টালিগঞ্জের এক তরুণীর সম্প্রতি চোখে পড়ে এই পোস্টটি। তিনি বলেন, ‘‘রাতে অনেক সময়ে নিরাপত্তার অভাব বোধ করি। সেখানে এমন পোস্ট দেখে অনেকেই বিপথে যেতে পারেন। পুলিশের উচিত দ্রুত পদক্ষেপ করা।’’

যদিও এই পোস্টটি নিয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলতে পারছে না লালবাজার। তবে পুলিশ বলছে, বিস্তারিত না জেনে এগুলি এড়িয়ে চলাই ভাল।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) বিশাল গর্গ বলেন, ‘‘পোস্টটি ভুয়ো কি না, এখনই বলা যাচ্ছে না। এ ব্যাপারে খোঁজ নিতে তদন্ত শুরু হয়েছে। এই পোস্ট করার পিছনে কারওর অসৎ উদ্দেশ্য থাকলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।’’ তিনি জানান, এই ধরনের পরিষেবামূলক পোস্টগুলিতে এ বার থেকে নজর রাখা হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE