ট্যাংরাকাণ্ডে বুধবার রাতে আরও চার জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে মঙ্গলবারের বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনায় পুলিশ মোট ১৩ জনকে গ্রেফতার করল। ধৃতদের বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে তোলা হয়েছে। তবে পুলিশ এখনও খোঁজ পায়নি এফআইআর-এ নাম থাকা দুই তৃণমূল নেতা প্রদীপ গুহ ও অলোক খাটুয়ার। কেন ঘটনার আটচল্লিশ ঘণ্টা পরেও গ্রেফতার হলেন না শাসকদলের ওই দুই নেতা, তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।
পুলিশ সূত্রের দাবি, এই গোলমালে ধৃত ১৩ জনের মধ্যে প্রদীপ গোষ্ঠীর লোকও যেমন রয়েছে, তেমন অলোক গোষ্ঠীর সদস্যরাও রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পর থেকেই বহাল তবিয়তে এলাকায় রয়েছেন প্রদীপ এবং অলোক। তবে কেন গ্রেফতার করা হচ্ছে না তাঁদের? লালবাজারের কর্তাদের যুক্তি, ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেফতার করা হচ্ছে তবে গ্রেফতারের পর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় তা-ও দেখা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy