এভাবেই উল্টে যায় অটোটি। — নিজস্ব চিত্র
বাইপাসে অটো উল্টে আহত হলেন চারজন। আহতদের মধ্যে রয়েছেন একজন ছাত্র এবং এক পুলিশ কর্মী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইএম বাইপাসের মুকুন্দপুর ক্রসিংয়ে। যাত্রীবোঝাই অটোটি রুবি-বাঘাযতীন স্টেশন রুটের বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন চারজন যাত্রী। অটো চালকের দাবি, হঠাৎ করে সামনে এসে পড়া একটি স্কুটিকে বাঁচাতে গিয়েই রাস্তার ডান দিকে উল্টে যায় অটোটি।
চওড়া রাস্তায় দুরন্ত গতিতে ছুটে চলা অটোটি উল্টে গিয়ে রাস্তার ডানদিকে থাকা পুলিশের ব্যারিকেডে ধাক্কা মারে। যার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অটোটি। অটোর মধ্যে থাকা চারজন যাত্রীও কমবেশি আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হেরিটেজ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও কলকাতা পুলিশের এক ইন্সপেক্টর। এনাদের দু'জনেরই মাথা ফেটে গিয়েছে। বাকি একজন মহিলা যাত্রী ও বয়স্ক যাত্রীও দেহের বিভিন্ন অংশে চোট পেয়েছেন।
ঘটনার খবর পেয়ে নিকটবর্তী ট্রাফিক সার্জেন্টরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা যাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে অটোটিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। অটোচালক সুমন মণ্ডলের হাতে ও কাঁধে লেগেছে।
দুমড়ে-মুচড়ে গিয়েছে অটোটি
প্রত্যক্ষদর্শী সোনা দাস বলেছেন, "হটাৎ রাস্তার ধারে তীব্র আওয়াজ শুনে ছুটে যাই। দেখি রাস্তার ধারের ব্যারিকেডটি পরে আছে অটোর উপর। পাশে স্কুটিচালক।" প্রত্যক্ষদর্শীরা অটো থেকে যাত্রীদের বের করে আনেন। তারপর আসে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy